রেশন নিয়ে বৈঠক বাঁকুড়ায়

বিধানসভা নির্বাচন দোরগোড়ায়। তার আগে জেলায় রেশন রোষ যাতে আছড়ে না পরে তার জন্য এ বার সক্রিয় হল বাঁকুড়া জেলা প্রশাসন। গণবণ্টন ব্যবস্থা সুষ্ঠ ভাবে চালু রাখতে সোমবার বাঁকুড়ায় রেশন ডিলারদের সঙ্গে বৈঠক করলেন জেলা সভাধিপতি ও প্রশাসনের পদস্থ আধিকারিকরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ মার্চ ২০১৬ ০১:১৫
Share:

বিধানসভা নির্বাচন দোরগোড়ায়। তার আগে জেলায় রেশন রোষ যাতে আছড়ে না পরে তার জন্য এ বার সক্রিয় হল বাঁকুড়া জেলা প্রশাসন। গণবণ্টন ব্যবস্থা সুষ্ঠ ভাবে চালু রাখতে সোমবার বাঁকুড়ায় রেশন ডিলারদের সঙ্গে বৈঠক করলেন জেলা সভাধিপতি ও প্রশাসনের পদস্থ আধিকারিকরা। স্বচ্ছ ভাবে খাদ্যসামগ্রী বিলির জন্য ডিলারদের নির্দেশ দিলেন জেলা সভাধিপতি অরূপ চক্রবর্তী। পাশাপাশি ডিলারদের বিভিন্ন সমস্যা মেটানো এবং কোথাও কোন গণ্ডগোল হলে প্রশাসন ডিলারদের পাশে দাঁড়াবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।

Advertisement

এক মাস আগে খাদ্য সুরক্ষা চালু হওয়ার সঙ্গে সঙ্গে রেশন নিয়ে ক্ষোভের আঁচ পড়েছিল বাঁকুড়া জেলাজুড়ে। জেলার বেশ কিছু এলাকায় খাদ্য সামগ্রী না পেয়ে ক্ষোভে ফেটে পড়েন সাধারণ মানুষ। এমনকী শালতোড়া, গঙ্গাজলঘাটি, ইন্দাস থেকে বাঁকুড়া সদর— সর্বত্র ডিলারদের হেনস্থার শিকার হতে হয়। জেলার পাঁচটি দোকান বন্ধ করে দেন স্থানীয় বাসিন্দারা। প্রশাসন সূত্রের খবর, সেই ঘটনার পুনরাবৃত্তি যাতে আর না ঘটে সে জন্য ডিলারদের নিয়ে একটি বৈঠক ডাকা হয়।

সোমবার বাঁকুড়া জেলা পরিষদের অডিটোরিয়াম হলে ওই বৈঠকে জেলা সভাধিপতি ছাড়াও উপস্থিত ছিলেন জেলাশাসক মৌমিতা গোদারা বসু, জেলা খাদ্য নিয়ামক শিবনারায়ণ পানি প্রমুখ। জেলার ২২টি ব্লকের প্রায় এক হাজার ডিলার বৈঠকে উপস্থিত ছিলেন। ওয়েস্টবেঙ্গল এম আর ডিলার্স অ্যাসোসিয়েশনের বাঁকুড়া জেলা সম্পাদক গুরুপদ ঢক এ দিন ডিলারদের মাল পাওয়া নিয়ে নানা সমস্যার কথা তুলে ধরেন। তিনি বলেন, “পুরনো কার্ডে রেশন দেওয়ার জন্য সরকারি ঘোষণা সত্ত্বেও ফেব্রুয়ারি মাসে বিষ্ণুপুর মহকুমায় মাল সরবরাহ করা হয়নি। বাঁকুড়া সদর মহকুমাতেও গত শুক্র, শনিবার মাল পেয়েছেন ডিলাররা। ফলে মাল বিলি করতে গিয়ে চরম অসুবিধা হচ্ছে।” পরে জেলা সভাধিপতি বলেন, “ডিলারদের সমস্যা মেটাতে প্রশাসন সব রকম ব্যবস্থা নেবে। কিন্তু গণবন্টন ব্যবস্থা ঠিকঠাক রাখতে ডিলারদেরও স্বচ্ছ ভাবে ব্যবসা করতে হবে। গরিব মানুষ যাতে তাঁদের ন্যায্য রেশন সামগ্রী নিয়মিত পান তার ব্যবস্থা ডিলারদের করতে হবে। কোনও রকম দুর্নীতি হলে ডিলারদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement