শহর জুড়ে বড় মিছিল, রইলেন না শ্যামের অনেক সঙ্গী

জেলার বিভিন্ন এলাকায় তৃণমূল প্রার্থীদের সমর্থনে হুড খোলা গাড়িতে প্রচার করতে দেখা যাচ্ছে টলিউডের তারকাদের। বৃহস্পতিবার বিষ্ণুপুর শহরে দ্বিতীয় দফার মিছিল করেন ওই কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা রাজ্যের বিদায়ী মন্ত্রী শামাপ্রসাদ মুখোপাধ্যায়। মিছিলের আগে দলের কর্মীদের মুখে মুখে চাউর হয়ে গিয়েছিল, এ দিনের মিছিলে থাকবেন দেব-সহ বড়পর্দা এবং ছোটপর্দার এক ঝাঁক তারকা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ এপ্রিল ২০১৬ ০১:০৬
Share:

জেলার বিভিন্ন এলাকায় তৃণমূল প্রার্থীদের সমর্থনে হুড খোলা গাড়িতে প্রচার করতে দেখা যাচ্ছে টলিউডের তারকাদের। বৃহস্পতিবার বিষ্ণুপুর শহরে দ্বিতীয় দফার মিছিল করেন ওই কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা রাজ্যের বিদায়ী মন্ত্রী শামাপ্রসাদ মুখোপাধ্যায়। মিছিলের আগে দলের কর্মীদের মুখে মুখে চাউর হয়ে গিয়েছিল, এ দিনের মিছিলে থাকবেন দেব-সহ বড়পর্দা এবং ছোটপর্দার এক ঝাঁক তারকা। রাস্তার দু’ধারে তারকাদের দেখার জন্য জড়ো হয়েছিলেন শহরের বাসিন্দাদের অনেকেই। কিন্তু তারকাদের কাউকেই দেখতে না পেয়ে হতাশ হয়ে ফিরলেন সবাই। তাঁদের মধ্যে এক জনের মন্তব্য, ‘‘রান্নাবান্না ফেলে দেবকে দেখতে এলাম। মিথ্যে রটনায় ফালতু হয়রানি হল।’’

Advertisement

শ্যামাপ্রসাদবাবুর এ দিনের মিছিলেও দেখা যায়নি তৃণমূলের স্থানীয় নেতাদের অনেককেই। মিছিলে ছিলেন না বিষ্ণুপুর পুরসভার উপ-পুরপ্রধান তৃণমূলের বুদ্ধদেব মুখোপাধ্যায়, কাউন্সিলর দিব্যেন্দু বন্দ্যোপাধ্যায়, দলের বিষ্ণুপুর ব্লক সভাপতি মথুর কাপড়ি। হুড খোলা টোটোয় শ্যামবাবুর পাশে ছিলেন বিষ্ণুপুরের তৃণমূল সাংসদ সৌমিত্র খাঁ। তিনি বলেন, ‘‘তারকাদের আসার রটনার কথা জানতাম না। অল্প বয়সি ছেলেমেয়েদের হুড়োহুড়ি দেখে কিছুটা অবাকই হয়েছিলাম। দেবের খোঁজ করতেও শুনলাম অনেককে। তবে দলের ব্লক সভাপতি বা ভাইস চেয়ারম্যানের মতো এলাকার নেতারা কেন এলেন না বুঝতে পারছি না।’’ বিষয়টি নিয়ে মন্তব্য এড়িয়ে গিয়েছেন বুদ্ধদেব এবং মথুরবাবু। দু’জনেরই বলেন, ‘‘বাড়ির কাজে ব্যস্ত আছি।’’ বিষ্ণুপুরের মানুষের সাধ না মিটলেও পাশের কেন্দ্র জয়পুরের কোতুলপুর এলাকায় তৃণমূল প্রার্থী শ্যামল সাঁতরার সমর্থনে এ দিনই রোড শো করেন অভিনেতা রুদ্রনীল ঘোষ, সায়ন্তিকা এবং পরিচালক রাজ চক্রবর্তী। তাঁদের দেখতে রাস্তার দু’পাশে ভিড় জমান এলাকার বাসিন্দারা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement