Sai Sudharsan Injury Update

বিজয় হজারে খেলতে গিয়ে পাঁজরের হাড়ে চিড় সুদর্শনের! বেঙ্গালুরুর অ্যাকাডেমিতে ভারতীয় ব্যাটার

ভারতের টেস্ট দলের হয়ে বেশ কয়েকটি ম্যাচ খেলে ফেললেও এখনও নিজের জায়গা পাকা করতে পারেননি সাই সুদর্শন। এ বার চোট পেলেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০২৬ ১৮:৫৪
Share:

সাই সুদর্শন। —ফাইল চিত্র।

বিজয় হজারে ট্রফি খেলতে গিয়ে পাঁজরের হাড়ে চিড় ধরেছে সাই সুদর্শনের। ফলে আপাতত বেঙ্গালুরুতে সেন্টার অফ এক্সেলেন্সে রয়েছেন ভারতীয় ব্যাটার। সেখানেই চিকিৎসা চলছে তাঁর। সুদর্শনের দিকে নজর রেখেছেন চিকিৎসকেরা।

Advertisement

ভারতের হয়ে ছ’টি টেস্ট ও তিনটি এক দিনের ম্যাচ খেলা সুদর্শন তামিলনাড়ুর হয়ে মধ্যপ্রদেশের বিরুদ্ধে ৫১ রানের ইনিংস খেলেন। একটি রান নিতে গিয়ে ডাইভ দেন তিনি। তার পরেই পাঁজরে যন্ত্রণা শুরু হয় সুদর্শনের। পরে চোট পরীক্ষা করে দেখা যায়, পাঁজরের হাড়ে চিড় ধরেছে। সঙ্গে সঙ্গে বেঙ্গালুরুর অ্যাকাডেমিতে পাঠানো হয় তাঁকে।

বোর্ডের এক আধিকারিক সংবাদমাধ্যমে বলেন, “২৬ ডিসেম্বরের খেলায় চোট লাগে সুদর্শনের। ২৯ ডিসেম্বর সেন্টার অফ এক্সেলেন্সে আসে ও। ডান দিকের পাঁজরের হাড়ে চিড় ধরেছে সুদর্শনের। এক সপ্তাহ আগে নেটে ব্যাট করার সময় একই জায়গায় চোট লেগেছিল ওর। সেই কারণে এ বার যন্ত্রণা বেশি হয়েছে। তবে ওকে নিয়ে সময় নষ্ট করা হয়নি। ঠিক সময়ে বেঙ্গালুরুতে চলে এসেছে সুদর্শন।”

Advertisement

সুদর্শনের চিকিৎসার বিষয়েও খবর দিয়েছেন ওই আধিকারিক। তিনি বলেন, “আপাতত ওর শরীরের নীচের অংশ সচল রাখার কাজ চলছে। পাঁজর বা তার আশপাশে যাতে চাপ না পড়ে সে দিকে নজর রাখা হচ্ছে। আপাতত এ ভাবেই ওকে থাকতে হবে। ৭ থেকে ১০ দিন পর ওর শরীরের উপরের অংশে নজর দেবেন চিকিৎসকেরা। ধীরে ধীরে আবার অনুশীলন শুরু করবে সুদর্শন।”

ভারতের হয়ে ছ’টি টেস্ট খেললেও এখনও লাল বলের দলে জায়গা পাকা করতে পারেননি সুদর্শন। ম্যাচ জেতানো ইনিংস খেলতে পারেননি তিনি। সামনে টেস্ট সিরিজ় নেই। ফলে সুদর্শন আপাতত আইপিএলের দিকে নজর রেখেছেন। পুরো সুস্থ হয়ে আইপিএলে নামতে চান তিনি। গত মরসুমে সবচেয়ে বেশি রান করে কমলা টুপি পেয়েছিলেন সুদর্শন। আইপিএলে ভাল খেলায় ভারতীয় দলে সুযোগও পান। সেই প্রতিযোগিতার আগেই সুস্থ হয়ে উঠতে চাইছেন এই বাঁহাতি ব্যাটার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement