শ্রমিকের মৃত্যু, সিল চালকল

রায়না থানার পুলিশ মাটি কাটার যন্ত্র দিয়ে চাল সরিয়ে জখম শ্রমিকদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। দুর্ঘটনার সময়ে পনেরো জন ওই চালকলে কাজ করছিলেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

রায়না শেষ আপডেট: ০৮ অগস্ট ২০১৭ ০১:৩৬
Share:

বন্ধ: চালকল। নিজস্ব চিত্র

পাঁচিল ভেঙে তিন শ্রমিকের মৃত্যুর ঘটনায় চালকল ‘সিল’ করে দিল পুলিশ। একই সঙ্গে ওই চালকলের অংশীদারদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগে মামলাও শুরু করা হয়েছে বলে সোমবার জানায় রায়না থানা।

Advertisement

বর্ধমান-আরামবাগ রুটের বাঁকুড়া মোড় থেকে কয়েকশো মিটার দূরে চকপুরোহিত গ্রামে চালকলটি রয়েছে। রবিবার সন্ধ্যায় গরম চাল বস্তাবন্দি করার সময়ে পাঁচিল ভেঙে পাঁচ জন শ্রমিক গুরুতর জখম হন। তাঁর মধ্যে তিন জন মারা যান। বাকি দু’জন এখনও বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ জানায়, মৃতেরা হলেন পুরুলিয়ার মানবাজারের অরুণ বাউড়ি (২৩), অনন্ত রায় (২৭) এবং বাঁকুড়ার ইন্দাসের শাসপুরের তপন দাস (৪৫)।

মেডিক্যালের বেডে শুয়ে জখম শ্রমিক অভিজিৎ বাগদি ও অক্ষয় বাউড়িরা বলেন, “গরম চাল বস্তা বন্দি করছিলাম। সেই সময়ে পিছন দিক থেকে পাঁচিলটি ভেঙে পড়ে। চাল ভর্তি বস্তার নীচে আমরা চাপা পড়ে গিয়েছিলাম। কিছু বোঝার আগেই দুর্ঘটনাটি ঘটে গিয়েছে।”

Advertisement

সোমবার এলাকায় গিয়ে দেখা গিয়েছে, গুদামের বাইরে পাঁচিল ভাঙার চিহ্ন রয়েছে। চালকলের ম্যানেজার শেখ লালু বলেন, “ওই গুদামে চারটি খোপ রয়েছে। প্রতিটি খোপে ১০০ থেকে ১৫০ বস্তা চাল থাকে। একটি খোপ ভর্তি করার পরে পাশের খোপে চাল বস্তাবন্দি করা হচ্ছিল। সেই সময়ে অর্ধেক পাঁচিল ও বস্তাভর্তি চাল শ্রমিকদের উপরে পড়ে যায়।” রায়না থানার পুলিশ মাটি কাটার যন্ত্র দিয়ে চাল সরিয়ে জখম শ্রমিকদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। দুর্ঘটনার সময়ে পনেরো জন ওই চালকলে কাজ করছিলেন।

ওই চালকলের এক অংশীদার শেখ মিরাজ হাসপাতালে দাঁড়িয়ে বলেন, “গুদামের ভিতর ১০ ইঞ্চির পাঁচিল দেওয়া ছিল। সম্ভবত বস্তাভর্তি চালের চাপ নিতে না পেরে পাঁচিলটি ভেঙে পড়েছে। আমরা ভীষণ মর্মাহত।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন