Heavy Rain In Bankura

বৃষ্টি কমলেও একাধিক সেতু জলমগ্ন! দুর্ভোগ কমল না বাঁকুড়ায়, স্নান করতে নেমে জলে তলিয়ে নিখোঁজ বৃদ্ধ

নিম্নচাপের জেরে রবিবার রাত থেকে দফায় দফায় ভারী বৃষ্টি শুরু হয় বাঁকুড়ায়। শুক্রবার বিকেল পর্যন্ত বৃষ্টি চলে। তবে শুক্রবার সন্ধ্যার পর থেকে আর তেমন ভারী বৃষ্টি হয়নি বাঁকুড়ায়।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১১ জুলাই ২০২৫ ২৩:২৫
Share:

—নিজস্ব চিত্র।

নিম্নচাপের বৃষ্টি কমলেও বাঁকুড়ার একাধিক সেতু শুক্রবারও জলের তলায় থাকায় কমেনি সাধারণ মানুষের দুর্ভোগ। বাঁকুড়ার উপর দিয়ে বয়ে যাওয়া গন্ধেশ্বরী, দ্বারকেশ্বর, শিলাবতী, কংসাবতী ও শালী নদী শুক্রবারও বিপদসীমা ছুঁয়ে বইতে থাকায় কাটেনি নদীপাড়ের বাসিন্দাদের উদ্বেগ। এ দিকে বৃহস্পতিবার দুপুরে স্নান করতে নেমে দ্বারকেশ্বর নদে এক ব্যক্তি তলিয়ে গেলেও শুক্রবার দুপুর পর্যন্ত তাঁর কোনও খোঁজ মেলেনি। নিখোঁজ ব্যক্তির সন্ধানে শুক্রবার সকাল থেকে দ্বারকেশ্বর নদে স্পিডবোট নামিয়ে তল্লাশি চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা বাহিনী।

Advertisement

নিম্নচাপের জেরে রবিবার রাত থেকে দফায় দফায় ভারী বৃষ্টি শুরু হয় বাঁকুড়ায়। শুক্রবার বিকেল পর্যন্ত বৃষ্টি চলে। তবে শুক্রবার সন্ধ্যার পর থেকে আর তেমন ভারী বৃষ্টি হয়নি বাঁকুড়ায়। এ দিকে বৃষ্টি ধরলেও জেলার নদীগুলির জল তেমন নামেনি। নদীগুলির উচ্চ অববাহিকায় পার্শ্ববর্তী জমিগুলি জমে থাকা জল নামতে থাকায় প্রায় প্রতিটি নদীর জলস্তরের উচ্চতার বিশেষ হেরফের হয়নি। শুক্রবারও বাঁকুড়ার মীনাপুর, ভাদুল ও কেঞ্জাকুড়ার সঞ্জীবনী ঘাটের সেতুর উপর দিয়ে কোথাও চার ফুট, আবার কোথাও সাত ফুট উচ্চতায় দ্বারকেশ্বর নদের জল বয়ে যাওয়ায় ওই সেতুগুলি দিয়ে নদী পারাপার বন্ধ থাকে। ফলে দারকেশ্বর নদের দু’পারের বাসিন্দাদের দুর্ভোগ শুক্রবারও অব্যাহত থাকে।

অন্য দিকে, বৃহস্পতিবার দুপুরে বাঁকুড়া শহর লাগোয়া পাটপুর ঘাটে স্নান করতে নেমে তলিয়ে যাওয়া বৃদ্ধের খোঁজ মেলেনি শুক্রবারও। বৃহস্পতিবার বিকেলে এক দফা তল্লাশির পর নিখোঁজ সুব্রত বন্দ্যোপাধ্যায়ের খোঁজে শুক্রবার সকাল থেকে ফের দ্বারকেশ্বর নদে স্পিড বোট নামিয়ে তল্লাশি শুরু করে বিপর্যয় মোকাবিলা বাহিনী। দারকেশ্বর নদে জলের স্রোত বেশি থাকায় তল্লাশিতে নাকাল হতে হয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীদেরও।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement