Causeway Collapsed in Bankura

হুড়মুড়িয়ে ভেঙে পড়ল শালি নদীর কজ়ওয়ে, যোগাযোগ বিচ্ছিন্ন বেশ কয়েকটি গ্রাম

চলতি বছর ভারী বৃষ্টির কারণে বেশ কয়েক বার শালি নদীর জল ফুলেফেঁপে ওঠে। আর তাতেই ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয় শালি নদীর উপর থাকা রাওতোড়া ও ভৈরবডাঙ্গা সংযোগকারী শালি নদীর কজ়ওয়ে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৫ ১২:৩২
Share:

ভেঙে গিয়েছে বাঁকুড়ার শালী নদীর উপরে কজ়ওয়ে। — নিজস্ব চিত্র।

টানা বর্ষণের জেরে আগেই ক্ষতিগ্রস্ত হয়েছিল বাঁকুড়ায় শালি নদীর উপরে থাকা কজ়ওয়ে। শুক্রবার বিকেলে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বড়জোড়া ব্লকের রাওতোড়া এবং ভৈরবডাঙ্গা সংযোগকারী কজ়ওয়েটি। এই ঘটনায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে স্থানীয় অন্তত ১০টি গ্রাম।

Advertisement

চলতি বছর বেশ কয়েক বার শালি নদীর জল ফুলেফেঁপে ওঠে। আর তাতেই ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয় শালি নদীর উপর থাকা রাওতোড়া ও ভৈরবডাঙ্গা সংযোগকারী শালি নদীর কজ়ওয়ে। ভাঙাচোরা সেই কজ়ওয়ের উপর দিয়েই যাতায়াত করছিলেন রাওতোড়া, কানাই, নামাই, গরিববাটি, জগন্নাথপুর-সহ প্রায় ২৫ থেকে ৩০টি গ্রামের মানুষজন। শুক্রবার বিকেলে আচমকাই ওই কজ়ওয়ের মাঝের একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে।

এমনিতে শালি নদীর পারে থাকা রাওতোড়া, কানাই, নামাই, গরিববাটি, জগন্নাথপুর, দধিমুখা-সহ প্রায় ১০টি গ্রামের মানুষজন শিক্ষা থেকে স্বাস্থ্য পরিষেবা, সব বিষয়েই নির্ভরশীল স্থানীয় সোনামুখী ব্লক শহর এবং বাঁকুড়া জেলা সদর শহরের উপর। কজ়ওয়ে ভেঙে পড়ায় চিন্তায় পড়েছেন স্থানীয়েরা। রাওতোড়া গ্রামের বাসিন্দা গুরুদাস সিংহ বলেন, ‘‘কজ়ওয়েটি বাম আমলে তৈরি হয়েছিল। ভারী বৃষ্টিতে কিছু দিন আগে কজ়ওয়ের নীচের অংশ থেকে বালি সরে যায়। তার পর থেকে সেটি কার্যত ঝুলন্ত অবস্থায় ছিল। তখন সংস্কার করা হলে আজ এ ভাবে কজ়ওয়েটি ভেঙে পড়ত না।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement