মন্দিরে তালা কেন, অবরোধ

বিক্ষোভকারীদের দাবি, কয়েক বছর আগে শহরের অরবিন্দ নগর এলাকায় স্থানীয় বাসিন্দাদের সহায়তায় এক ব্যক্তি মন্দির বানিয়েছিলেন। সেই সময় স্থানীয় বাসিন্দাদের পুজো করার জন্য মন্দিরটি ব্যবহার করার আশ্বাস দিয়েছিলেন তিনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বাঁকুড়া শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০১৭ ০৭:০০
Share:

আটকে পড়েছে স্কুলবাস। নিজস্ব চিত্র

দাবিটা হল, দুর্গাপুজোর জন্য মন্দির খুলে দিতে হবে। আর তার জন্য পথ অবরোধ করলেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। সোমবার বিকেলের এই ঘটনায় বাঁকুড়ার ব্যস্ত বাইপাস এলাকা জুনবেদিয়া মোড় বেশ কিছুক্ষণ স্তব্ধ হয়ে পড়ে। আটকে যায় অনেক বাস। ভোগান্তিতে পড়েন যাত্রীরা। প্রায় ঘণ্টা দু’য়েক পরে, সন্ধ্যা ছ’টা নাগাদ অবশেষে অবরোধ ওঠে।

Advertisement

বিক্ষোভকারীদের দাবি, কয়েক বছর আগে শহরের অরবিন্দ নগর এলাকায় স্থানীয় বাসিন্দাদের সহায়তায় এক ব্যক্তি মন্দির বানিয়েছিলেন। সেই সময় স্থানীয় বাসিন্দাদের পুজো করার জন্য মন্দিরটি ব্যবহার করার আশ্বাস দিয়েছিলেন তিনি। ওই মন্দিরে কয়েক বছর দুর্গা পুজোও করেছিল স্থানীয় একটি পুজো কমিটি। যদিও বর্তমানে ওই মন্দিরের মালিক মন্দিরে চাবি লাগিয়ে দিয়েছেন। স্থানীয় লোকজন দুর্গাপুজোর জন্য মন্দির খুলে দেওয়ার দাবি নিয়ে মহকুমাশাসকের (বাঁকুড়া সদর) দ্বারস্থ হয়েছিলেন। কিন্তু কোনও সমাধান না হওয়ায় এ দিন তাঁরা পথ অবরোধে নামেন।

জুনবেদিয়া মোড়টি পাঁচ মাথার। অবরোধকারীরা প্রতিটি রাস্তার মুখ বাঁশ দিয়ে আটকে দেন। অবরোধের একটি স্কুল বাসও আটকে প়ড়ে। স্থানীয় একজন পড়ুয়াদের থেকে নম্বর নিয়ে তাদের ফোন করে অভিভাবকদের ডেকে পাঠান। তাঁদের হাতেই পড়ুয়াদের তুলে দেওয়া হয়।

Advertisement

ওই পুজো কমিটির সদস্যদের দাবি, সাধারণ মানুষের অসুবিধার কথা বুঝতে পেরে কিছুক্ষণ পরে অবরোধ তুলে তাঁরা অবস্থানে বসেছিলেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন