সাঁইথিয়ার ওসি বদল, শুরু তরজা

বদলি হলেন সাঁইথিয়া থানার ওসি সুজয় তুঙ্গা। তাঁকে জেলা সাইবার ব্রাঞ্চের ওসি করা হয়েছে বলে পুলিশ সূত্রের খবর। সাঁইথিয়া থানার দায়িত্ব দেওয়া হয়েছে বোলপুরের সাব ইন্সপেক্টর সঞ্জয় শ্রীবাস্তবকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

সাঁইথিয়া শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০১৭ ০০:৫২
Share:

বদলি হলেন সাঁইথিয়া থানার ওসি সুজয় তুঙ্গা। তাঁকে জেলা সাইবার ব্রাঞ্চের ওসি করা হয়েছে বলে পুলিশ সূত্রের খবর। সাঁইথিয়া থানার দায়িত্ব দেওয়া হয়েছে বোলপুরের সাব ইন্সপেক্টর সঞ্জয় শ্রীবাস্তবকে।

Advertisement

হঠাৎ বদলি কেন, সে প্রশ্নে জোর চর্চা শুরু হয়েছে জেলার রাজনৈতিক মহলে। বিজেপি নেতৃত্বের অভিযোগ, রাজনৈতিক প্রভাব খাটিয়ে আক্রোশবশত ওসিকে বদল করা হয়েছে। পুলিশ-কর্তা থেকে তৃণমূল নেতৃত্ব কেউই সে অভিযোগ মানতে চাননি। ওসি নিজেও কোনও মন্তব্য করতে চাননি।

সোমবার সিউড়িতে বিজেপি-র মহামিছিলে যোগ দিতে যাওয়ার পথে আমোদপুরে বাস আটকে বিজেপি কর্মী-সমর্থকদের মারধরের অভিযোগ উঠে তৃণমূলের বিরুদ্ধে। বিজেপি কর্মীদের বিরুদ্ধে পাল্টা আমোদপুরে তৃণমূলের ব্লক কার্যালয়ে ভাঙচুরের অভিযোগও ওঠে। ব্লক কার্যালয়ে জড়িত থাকার অভিযোগে লাভপুর, নানুর এবং সাঁইথিয়া থানা এলাকা থেকে ১৭ জন বিজেপি কর্মী সমর্থককে গ্রেফতার করে সাঁইথিয়া থানার পুলিশ। তাঁদের বিরুদ্ধে অস্ত্র আইন-সহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়। কিন্তু, মঙ্গলবারই সিউড়ি আদালতে তাঁদের শর্তাধীন জামিন মঞ্জুর হয়।

Advertisement

তৃণমূলেরই একটি সূত্র জানাচ্ছে, গোটা ঘটনাপ্রবাহে সাঁইথিয়া থানার ওসির উপরে বেজায় ক্ষুব্ধ তৃণমূল নেতৃত্ব। তার জেরেই ওসিকে সরানো হয়েছে বলেও জল্পনা। বিজেপি’র জেলা সভাপতি রামকৃষ্ণ রায়ের মনে হয়েছে, ‘‘ওই ওসি তৃণমূল নেতাদের কথা মতো মিথ্যা মামলা সাজাতে গিয়ে পর্যাপ্ত জল মেশাতে পারেননি। তাই আমাদের কর্মীরা জামিন পেয়ে গিয়েছেন। সেই আক্রোশেই রাজনৈতিক প্রভাব খাটিয়ে তাঁকে রাতারাতি সরিয়ে দেওয়া হল।’’

অভিযোগ অস্বীকার করে তৃণমূলের জেলা সহ সভাপতি চন্দ্রনাথ সিংহ জানান, রাজনৈতিক প্রভাব খাটানোর অভিযোগ ভিত্তিহীন। বদলি পুলিশের নিজস্ব ব্যাপার। তৃণমূল নাক গলায় না। পুলিশসুপার নীলকান্ত সুধীরকুমার জানান, ওই ওসিকে রুটিন বদলি করা হয়েছে।

নালা সংস্কার। রামপুরহাট পুরসভার অধীন ১৫ নম্বর ওয়ার্ডের নিকাশি নালা সংস্কারের কাজ শুরু করল তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদ। স্থানীয় বাসিন্দারা জানান, এলাকার নিকাশি নালা অভাবে এলাকাবাসীর সমস্যা হচ্ছিল। তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদের মাধ্যমে নালাটি সংস্কার শুরু হল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন