পরীক্ষার্থীদের পৌঁছতে আস্ত বাস ভাড়া স্কুলের

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই স্কুলের কাছেই রয়েছে বাসস্ট্যান্ড। কিন্তু স্কুলের অনেক মাধ্যমিক পরীক্ষার্থীর বাড়ি প্রত্যন্ত এলাকায়। বাসস্ট্যান্ড দূরে থাকায় পরীক্ষাকেন্দ্রে পৌঁছনো নিয়ে চিন্তায় ছিল পড়ুয়ারা। দু’টি বাসের ব্যবস্থা করে সেই চিন্তা দূর করল স্কুল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ময়ূরেশ্বর শেষ আপডেট: ১৩ মার্চ ২০১৮ ০৪:৫৯
Share:

স্কুলের ভাড়া করা বাসে পরীক্ষার্থীরা। ময়ূরেশ্বরে। নিজস্ব চিত্র

পরীক্ষার্থীদের অনেকের বাড়ি থেকেই বাসস্ট্যান্ড দূরে। সময়মতো মাধ্যমিকের পরীক্ষাকেন্দ্রে পৌঁছনো নিয়ে চিন্তায় ছিল সেই সব পড়ুয়া, তাদের অভিভাবকেরাও।

Advertisement

আগের বছরগুলিতে কয়েক বার এমনও ঘটেছিল, বাসস্ট্যান্ডে পৌঁছতে কয়েক মুহূর্ত দেরি হওয়ায় বাস চলে যায়। চরম হয়রানির মুখে পড়তে হয় পরীক্ষার্থীদের।

সেই সমস্যা দূর করতে এ বার স্কুলের বিনা খরচে মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দিতে বাসের ব্যবস্থা করলেন ময়ূরেশ্বরের দাসপলশা স্কুল কর্তৃপক্ষ।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই স্কুলের কাছেই রয়েছে বাসস্ট্যান্ড। কিন্তু স্কুলের অনেক মাধ্যমিক পরীক্ষার্থীর বাড়ি প্রত্যন্ত এলাকায়। বাসস্ট্যান্ড দূরে থাকায় পরীক্ষাকেন্দ্রে পৌঁছনো নিয়ে চিন্তায় ছিল পড়ুয়ারা। দু’টি বাসের ব্যবস্থা করে সেই চিন্তা দূর করল স্কুল।

দাসপলশা স্কুল সূত্রে খবর, এ বার ওই স্কুলের ১৫৩ জন মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। তাদের ‘সিট’ পড়েছে কোটাসুর হাইস্কুলে। ওই পরীক্ষার্থীদের মধ্যে লতিকা বায়েন, চন্দনা বায়েন বলে, ‘‘সময়মতো পরীক্ষাকেন্দ্রে পৌঁছনো নিয়ে চিন্তায় ছিলাম। স্কুলের তরফে বাসের ব্যবস্থা হওয়ায় তা মিটেছে।’’ একই প্রতিক্রিয়া অভিভাবকদেরও। শ্রীমন্ত বাগদী, দিলীপ বায়েনের কথায়, ‘‘আগে এমনও হয়েছে পরীক্ষার্থীরা সময়ে বাসস্ট্যান্ডে পৌঁছতে না পারায় বাস ধরতে পারেনি। গাড়ি ভাড়া করে পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে হয়েছিল। এ বার সেই চিন্তা আর নেই।’’

স্কুল পরিচালন সমিতির সভাপতি জয়ন্ত সাহা, সদস্য শুভেন্দু ঘোষ, প্রধান শিক্ষক দীপ্তিময় মণ্ডল জানান, পরীক্ষার্থীদের অসুবিধার কথা ভেবেই এলাকার দু’টি বাসস্ট্যান্ড থেকে দু’টি বাসের ব্যবস্থা করা হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন