Birbhum

বীরভূমে পুজোর ভোগ খেয়ে অসুস্থ হয়ে পড়লেন কয়েকশো গ্রামবাসী! চিকিৎসাধীন ৩০০ জন

ভোগ খাওয়ার পরে সোমবার রাত থেকে অনেকের বমি, পেট ব্যথা এবং আমাশার মতো নানা উপসর্গ দেখা দিতে শুরু করে। আক্রান্তদের মধ্যে কয়েক জনের অবস্থা গুরুতর হয়ে পড়লে দ্রুত তাঁদের লাভপুর ব্লক গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:২১
Share:

গ্রামবাসীদের সঙ্গে কথা বলছেন চিকিৎসকেরা। — নিজস্ব চিত্র।

পুজোর ভোগ খেয়ে অসুস্থ হয়ে পড়লেন প্রায় ১২০০ জন! সোমবার বীরভূমের লাভপুরে ঘটনাটি ঘটেছে। ৩০০রও বেশি গ্রামবাসীকে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁদের মধ্যে এক জনের অবস্থা গুরুতর।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, সোমবার লাভপুরের বড়গোগা গ্রামে এক পুজোর আয়োজন করা হয়েছিল। সেখানে গ্রামবাসীদের জন্য ভোগেরও ব্যবস্থা ছিল। ওই পুজোয় বড়গোগা ছাড়াও পার্শ্ববর্তী ছোটগোগা এবং হাজিডাঙা গ্রামের কয়েকশো মানুষ ভোগ খেতে এসেছিলেন। তবে ভোগ খাওয়ার পর তাঁদের প্রায় সকলেই অসুস্থ হয়ে পড়েন।

স্থানীয়েরা জানিয়েছেন, ভোগ খেয়ে ফেরার পর সোমবার রাত থেকে অনেকের বমি, পেট ব্যথা এবং আমাশার মতো নানা উপসর্গ দেখা দিতে শুরু করে। আক্রান্তদের মধ্যে কয়েক জনের অবস্থা গুরুতর হয়ে পড়লে দ্রুত তাঁদের লাভপুর ব্লক গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়। এর পর মঙ্গলবার সকালে তিনটি গ্রামে যায় চিকিৎসকদের একটি দল। সেখানে গিয়ে চিকিৎসা শিবির চালু করে গ্রামবাসীদের শারীরিক অবস্থার খোঁজ নেন চিকিৎসকেরা।

Advertisement

গ্রামের বাসিন্দা জয়া দাসের দাবি, মোট আক্রান্তের সংখ্যা প্রায় ১২০০। যদিও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আনুমানিক ৩০০ জন চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের মধ্যে এক জনের অবস্থা গুরুতর। তাঁকে হাসপাতালেই বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে চিকিৎসকেরা জানাচ্ছেন, বাকি রোগীদের শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল।

ঘটনার পরেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। কী কারণে এত মানুষ একসঙ্গে অসুস্থ হয়ে পড়লেন, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে স্বাস্থ্য দফতর। খাবারে কোনও দূষিত পদার্থ থেকে বিষক্রিয়া ছড়িয়েছে কি না, তা যাচাই করতে ওই খাবারের নমুনাও সংগ্রহ করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সকলকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement