Lightning

Lightning: বলরামপুরে শশী ও রাজ, ক্ষতিপূরণের টাকা তুলে দিলেন বজ্রাহতদের পরিবারের হাতে

বজ্রাঘাতে নিহত বাবা-ছেলে যমুনা এবং কানহাইয়ার পরিবারের হাতে ৩ লক্ষ টাকা তুলে দেন তৃণমূল নেতৃত্ব। বাকি দুই পরিবারকে ২ লক্ষ টাকা করে দেওয়া হয়। জখম দুই ব্যক্তিকে ৫০ হাজার টাকা করে দেওয়া হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ জুন ২০২১ ১৯:৫২
Share:

শোকার্ত পরিবারের সঙ্গে কথা বলছেন শশী ও রাজ। —নিজস্ব চিত্র।

সরকারের তরফে ক্ষতিপূরণের ঘোষণা হয়েছিল আগেই। সোমবার বলরামপুরে গিয়ে বিহারে বজ্রাহতদের পরিবারের হাতে সেই ক্ষতিপূরণের টাকা তুলে দিলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা এবং পরিচালক তথা সদ্য বিধায়ক হিসেবে শপথ নেওয়া রাজ চক্রবর্তী। ক্ষতিপূরণের টাকা তুলে দেওয়ার পাশাপাশি, শোকার্ত পরিবারগুলি সঙ্গে আলাদা করে কথাও বলেন তাঁরা। সমবেদনা জানান।

Advertisement

সোমবার বেলা ১১টা নাগাদ বলরামপুরের পারকিদি গ্রামে শোকার্ত পরিবারগুলির সঙ্গে দেখা করতে পৌঁছন শশী ও রাজ। তাঁদের সঙ্গে ছিলেন পশ্চিমাঞ্চল উন্নয়ন দফতরের স্বাধীন ভারপ্রাপ্ত মন্ত্রী সন্ধ্যারানি টুডু, তৃণমূলের জেলা সভাপতি গুরুপদ টুডু এবং জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়ও। তাঁদের দেখেই কান্নার রোল ওছে যাযাবর বস্তিতে। শোকার্ত পরিবারগুলিকে শান্ত করতে দেখা যায় তাঁদের।

বজ্রাঘাতে নিহত বাবা-ছেলে যমুনা এবং কানহাইয়ার পরিবারের হাতে ৩ লক্ষ টাকা তুলে দেন তৃণমূল নেতৃত্ব। বাকি দুই পরিবারকে ২ লক্ষ টাকা করে দেওয়া হয়। জখম দুই ব্যক্তিকে ৫০ হাজার টাকা করে দেওয়া হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement