মুখোমুখি অটো-ট্রাক, মৃত্যু ছ’জনের

নিয়ন্ত্রণ হারানো ছ’চাকার ট্রাকের সঙ্গে অটোর মুখোমুখি ধাক্কায় মৃত্যু হল চালক সহ ছ’জনের। রবিবার সন্ধ্যা সাতটা পনেরো নাগাদ দুর্ঘটনাটি ঘটে রানিগঞ্জ-মোড়গ্রাম ৬০ নম্বর জাতীয় সড়কের উপরে মল্লারপুর থানার আম্বামোড় সংলগ্ন পেট্রোল পাম্পের কাছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অত্যন্ত জোরে চলায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারায়। তার জেরেই দুর্ঘটনা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মল্লারপুর শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০১৮ ০২:০৬
Share:

মল্লারপুরে দুর্ঘটনাগ্রস্ত অটো

নিয়ন্ত্রণ হারানো ছ’চাকার ট্রাকের সঙ্গে অটোর মুখোমুখি ধাক্কায় মৃত্যু হল চালক সহ ছ’জনের। রবিবার সন্ধ্যা সাতটা পনেরো নাগাদ দুর্ঘটনাটি ঘটে রানিগঞ্জ-মোড়গ্রাম ৬০ নম্বর জাতীয় সড়কের উপরে মল্লারপুর থানার আম্বামোড় সংলগ্ন পেট্রোল পাম্পের কাছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অত্যন্ত জোরে চলায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারায়। তার জেরেই দুর্ঘটনা।

Advertisement

পুলিশ জানিয়েছে, মৃতেরা হলেন অটোচালক সঞ্জয় মণ্ডল (২২), পার্থ লেট (৪৫), বিপদতারণ মণ্ডল (৬০)। সঞ্জয়ের বাড়ি রামপুরহাট পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের কসাইপাড়ায়। পার্থর বাড়ি রামপুরহাটের খড়ুমে। বিপদতারণবাবুর বাড়িও রামপুরহাটে। বাকি তিন জনের নাম, পরিচয় রাত পর্যন্ত জানা যায়নি। গুরুতর আহত অবস্থায় রামপুরহাট হাসপাতালে চিকিৎসাধীন পার্থের স্ত্রী রেণুকা লেট। তাঁর মাথায় গুরুতর চোট রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রামপুরহাট থেকে ট্রাকটি দ্রুত গতিতে মল্লারপুরের দিকে যাচ্ছিল। উল্টো দিক থেকে অটোয় চালক সহ সাত জন রামপুরহাটের দিকে আসছিলেন। প্রত্যক্ষদর্শীদের এক জনের কথায়, ‘‘পাম্পে তেল ভরছিলাম। কান ফাটানো আওয়াজ শুনে ছুটে গিয়ে দেখি দু’জন রক্তাক্ত অবস্থায় রাস্তাতেই পড়ে রয়েছেন। বাকি পাঁচ জন অটোর ভিতরে যন্ত্রণায় ছটফট করছেন।’’ পুলিশ জানিয়েছে, সাত যাত্রীর মধ্যে ছ’জনই ঘটনাস্থলেই মারা গিয়েছেন। বিপদতারণবাবুর এক আত্মীয়ের কথায়, ‘‘মল্লারপুর থেকে ডাক্তার দেখিয়ে ফিরছিলেন দাদা। আমরা অনেকক্ষণ খোঁজ পাচ্ছিলাম না। দুর্ঘটনার খবর শুনে রামপুরহাট হাসপাতালে ছুটে এসে দেখি সব শেষ।’’ অটোচালক সঞ্জয়ের আত্মীয় পিঙ্কু যাদবের কথায়, ‘‘রামপুরহাট-তারাপীঠ রুটে ভাড়া গাড়ি চালাত। কেন যে মল্লারপুর গিয়েছিল!’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন