রামপুরহাটে আসছেন সৌরভ

রামপুরহাট মহকুমা স্পোর্টস অ্যাসোসিয়েশনের ৭৫ বছর পূর্তি উপলক্ষে আসছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। জেলা স্পোর্টস অ্যাসোসিয়েশনের সহ সভাপতি তথা রামপুরহাট মহকুমা স্পোর্টস অ্যাসোসিয়েশনের সম্পাদক সুশান্ত বন্দ্যোপাধ্যায় জানান, শুক্রবারই সৌরভের সঙ্গে চূড়ান্ত কথাবার্তা হয়েছে। তিনি সম্মতিও জানিয়েছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০১৬ ০২:০৩
Share:

রামপুরহাট মহকুমা স্পোর্টস অ্যাসোসিয়েশনের ৭৫ বছর পূর্তি উপলক্ষে আসছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। জেলা স্পোর্টস অ্যাসোসিয়েশনের সহ সভাপতি তথা রামপুরহাট মহকুমা স্পোর্টস অ্যাসোসিয়েশনের সম্পাদক সুশান্ত বন্দ্যোপাধ্যায় জানান, শুক্রবারই সৌরভের সঙ্গে চূড়ান্ত কথাবার্তা হয়েছে। তিনি সম্মতিও জানিয়েছেন।

Advertisement

৫ নভেম্বর রামপুরহাট মহকুমা ক্রীড়া সংস্থার নিজস্ব মাঠ, গাঁধী স্টেডিয়ামে দুপুর দু’টো নাগাদ উপস্থিত হবেন প্রাক্তন এই ভারত অধিনায়ক। সেখানে সৌরভকে বিভিন্ন সংস্থার তরফে সংবর্ধনা দেওয়ার কথা। তার প্রস্তুতি শুরু হয়েছে গিয়েছে বলে জানিয়েছেন মহকুমাশাসক তথা মহকুমা স্পোর্টস অ্যাসোসিয়েশনের সভাপতি সুপ্রিয় দাস।

দাসাই উৎসবে ফুটবল। দুর্গাপুজো আর আদিবাসীদের দাসাই উৎসব চলে একই সঙ্গে। দাসাই উৎসবের শেষে বুধবার সাংস্কৃতিক অনুষ্ঠান, নাচ ও একটি মিনি ফুটবল প্রতিযোগিতার আয়োজন করে রাজনগরের আদিবাসী চাঁদ ভৈরব ক্লাব। রাজনগরের বাবুপাড়া গ্রাম সংলগ্ন মাঠেই বসে আসর। ফুটবলের ফাইনালে লাগোয়া ঝাড়খণ্ডের চড়কাডিহি ফুটবল দল ১-০ গোলে হারায় রাজনগরের রাজপাড়া দলকে। ‘সেভেন এ সাইড’ মিনি ফুটবল প্রতিযোগিতায় ১৬টি দল যোগ দেয়। অন্য দিকে, আদিবাসী নাচ, ক্যারম, সহরায়, দাং, দাসাই ও লাগড়ের প্রতিযোগিতায় রাজনগর ও ঝাড়খণ্ডের বিভিন্ন দল পুরস্কার জিতেছে। এ তথ্য জানিয়েছেন ক্লাব সম্পাদক বিপ্রনাথ মাড্ডি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement