জখম পাঠভবনের ছাত্র

বন্ধুদের সঙ্গে ফুটবল খেলার সময় বল কুড়োতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হল বিশ্বভারতীর পাঠভবনের দ্বাদশ শ্রেণির এক ছাত্র। রবিবার সন্ধ্যার ঘটনা। অয়ন চক্রবর্তী নামে ওই ছাত্রের বাড়ি বোলপুরের জামবুনিতে। গুরুতর জখম অবস্থায় অয়ন বোলপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ জুন ২০১৫ ০০:১৭
Share:

বন্ধুদের সঙ্গে ফুটবল খেলার সময় বল কুড়োতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হল বিশ্বভারতীর পাঠভবনের দ্বাদশ শ্রেণির এক ছাত্র। রবিবার সন্ধ্যার ঘটনা। অয়ন চক্রবর্তী নামে ওই ছাত্রের বাড়ি বোলপুরের জামবুনিতে। গুরুতর জখম অবস্থায় অয়ন বোলপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। অয়নের বাবা, হাঁসড়া হাইস্কুলের প্রধানশিক্ষক অপূর্ব চক্রবর্তী বলেন, ‘‘বন্ধুদের সঙ্গে খেলতে গিয়ে আশ্রম মাঠে পড়ে থাকা বিদ্যুতের তারে পড়ে গিয়ে আহত হয়েছে। খবর পেয়েই ছুটে এসেছি। কী ভাবে ঘটল, বুঝতে পারছি না।’’ প্রসঙ্গত, এ দিনই ছিল পাঠভবনের আবাসিক, অনাবাসিক পড়ুয়াদের ওই মাঠে খেলার দিন। ঘটনার কিছু আগেই, খুদে পড়ুয়ারা সবে মাঠ ছেড়েছে। ঘটে যেত পারত আরও বড় কোনও বিপদ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement