Adra

Adra: ভর্তি শুরুর নির্দেশ রেলের স্কুলে, স্বস্তি

বয়েজ় স্কুলে উচ্চ মাধ্যমিকে বাংলায় পঠনপাঠন বন্ধ করে দিয়ে ওই স্কুলের পড়ুয়াদের পাঠনো হচ্ছিল গার্লস স্কুলে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

আদ্রা শেষ আপডেট: ২৬ জুন ২০২২ ০৬:৪১
Share:

আদরা রেলওয়ে গার্লস হাইস্কুল। ছবি সংগৃহীত।

রেলওয়ে গার্লস হাইস্কুলে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অধীনে একাদশ শ্রেণিতে পড়ুয়াদের ভর্তিতে অনুমতি দিলেন রেল কর্তৃপক্ষ। মাধ্যমিকের ফল বেরনোর পরে,রেল কর্তৃপক্ষের মৌখিক নির্দেশে একাদশ শ্রেণিতে পড়ুয়া ভর্তি স্থগিত রাখার কথা জানিয়েছিলেন স্কুল কর্তৃপক্ষ। তাতে সমস্যায় পড়েছিল আদ্রা রেলওয়ে গার্লস ও রেলওয়ে বয়েজ় স্কুলের মাধ্যমিক উত্তীর্ণ শতাধিক পড়ুয়া। আদ্রার ডিআরএম মণীশ কুমার বলেন, “ছাত্রছাত্রীদের কথা ভেবেই রেলওয়ে গার্লস স্কুলে বাংলা মাধ্যমে একাদশ শ্রেণিতে পড়ুয়াদের ভর্তির নির্দেশ দেওয়া হয়েছে।” শনিবার থেকে ভর্তির ফর্ম দেওয়া শুরু হয়েছে, জানান স্কুল কর্তৃপক্ষ।

Advertisement

২০১৫ থেকে ওই স্কুল দু’টিতে সিবিএসই বোর্ডর অধীনে পঠনপাঠন শুরু হয়। তবে সে সময়ে অভিভাবক ও ছাত্রছাত্রীদের একাংশের আপত্তিতে রেল জানিয়েছিল, একেবারে নয়বরং ধাপে ধাপে বাংলা মাধ্যমে পড়াশোনা বন্ধ করা হবে। যদিও বয়েজ় স্কুলে উচ্চ মাধ্যমিকে বাংলায় পঠনপাঠন বন্ধ করে দিয়ে ওই স্কুলের পড়ুয়াদের পাঠনো হচ্ছিল গার্লস স্কুলে। তবে এ বারে মাধ্যমিকের ফল বেরনোর পরে, গার্লস স্কুলেও বাংলা মাধ্যমে একাদশে পড়ুয়া ভর্তি স্থগিত রাখার নির্দেশে বিপাকে পড়ে দুই স্কুলের অন্তত শতাধিক পড়ুয়া।

অভিভাবকদের দাবি ছিল, রেল এলাকায় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অধীনে অন্য কোনও স্কুল নেই। লাগোয়া বেকো ও আড়রা পঞ্চায়েত এলাকায় দু’টি স্কুলথাকলেও সেখানে নিজেদের পড়ুয়াদের ভর্তিতে প্রাধান্য দেওয়ায় বাইরের স্কুলের ছাত্রছাত্রীরা ভর্তি হতেসমস্যায় পড়ছে। তবে শেষমেষ রেলের স্কুলে বাংলা মাধ্যমে ভর্তি শুরুর নির্দেশে খুশি এক অভিভাবক রাজা মুখোপাধ্যায় বলেন, “আমরা আশা করেছিলাম, শেষ পর্যন্ত রেলের স্কুলে ভর্তির ব্যবস্থা হবে। তা হওয়ায় চিন্তা দূর হল।”

Advertisement

রেলের সিদ্ধান্তে খুশি তৃণমূলের আদ্রা শহর সভাপতি ধনঞ্জয় চৌবে, দলের শিক্ষক সংগঠনের আদ্রার নেতা সিদ্ধার্থ পালেরা বলেন, “রেলের স্কুল থেকে উত্তীর্ণ হওয়া শতাধিক পড়ুয়া উচ্চ মাধ্যমিকে ভর্তি হতে পারছিল না। রেল কর্তৃপক্ষের কাছে তাদের সমস্যা জানানো হয়েছিল। রেল কর্তৃপক্ষ আমাদের দাবিকে মান্যতা দিয়ে ভর্তি শুরুর নির্দেশ দিয়েছেন।” ভর্তির দাবি জানানো রেলকর্মীদের সংগঠন, ‘মেন্‌স কংগ্রেস’-এর নেতা রবীন্দ্রনাথ চট্টোপাধায়ও জানান, কর্তৃপক্ষের সিদ্ধান্তে রেল এলাকায় পড়ুয়াদের ভর্তির সমস্যা মিটল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন