ধর্ষণে যাবজ্জীবন

নাবালিকাকে ধর্ষণের ঘটনায় সুকুমার ঘোষ নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সাজা দিল আদালত। বৃহস্পতিবার সিউড়ির বিশেষ আদালতের বিচারক মহানন্দ দাস এই রায় দিয়েছেন বলে জানান সরকারি আইনজীবী রণজিৎ গঙ্গোপাধ্যায়। অভিযুক্তের আরও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে ছয় মাসের সশ্রম কারদণ্ডের কথা জানিয়েছেন বিচারক।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

সিউড়ি শেষ আপডেট: ০৪ মার্চ ২০১৬ ০১:০৩
Share:

নাবালিকাকে ধর্ষণের ঘটনায় সুকুমার ঘোষ নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সাজা দিল আদালত। বৃহস্পতিবার সিউড়ির বিশেষ আদালতের বিচারক মহানন্দ দাস এই রায় দিয়েছেন বলে জানান সরকারি আইনজীবী রণজিৎ গঙ্গোপাধ্যায়। অভিযুক্তের আরও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে ছয় মাসের সশ্রম কারদণ্ডের কথা জানিয়েছেন বিচারক। রাজ্য সরকারকেও নির্যাতিতা নাবালিকাকে ক্ষতিপূরণ বাবদ ৫০ হাজার টাকা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক।

Advertisement

আইনজীবী রণজিতবাবু জানান, ২০১৩ সালের ২ মে সন্ধ্যায় বোলপুরের আয়াস গ্রামে ওই ধর্ষণের ঘটনাটি ঘটে। সন্ধ্যার দিকে এলাকার একটি মুরগির মাংসের দোকান থেকে যখন বাড়ি ফিরছিল দশেকের ওই শিশু, ওই ব্যক্তি তখন তাকে একটি বাড়ির মধ্যে জোর করে ঢুকিয়ে নেয়। এবং নির্যাতন চালায়। মেয়েটির মায়ের অভিযোগের ভিত্তিতে মামলা শুরু হয়। নাবালিকা হওয়ায় পক্সো (প্রোটেকশন অফ চিল্ড্রেন ফরম সেক্সচুয়াল অফন্সেস) ধারা প্রয়োগ হয়েছিল।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন