CPM

Deucha Pachami: ডেউচা-পাঁচামি নিয়ে প্রতিরোধের হুঙ্কার সূর্যর, প্রকল্প হবেই, বলছে তৃণমূল

সিপিএমের বীরভূম জেলার সম্মেলন শুরু হয়েছে সিউড়িতে। সেই উপলক্ষে সোমবার বীরভূমে যান সূর্যকান্ত।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

সিউড়ি শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০২১ ১৮:০১
Share:

সূর্যকান্ত মিশ্র। —ফাইল চিত্র।

দলের জেলার সম্মেলনে যোগ দিতে বীরভূমে পা দিয়ে ডেউচা-পাঁচামিতে প্রতিরোধ করার হুঙ্কার দিলেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। তাঁর অভিযোগ, প্রস্তাবিত ওই কয়লাখনি প্রকল্প নিয়ে এখনও বহু প্রশ্নের উত্তর দেয়নি রাজ্য সরকার। যদিও সূর্যের এই অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল।
সিপিএমের বীরভূম জেলার সম্মেলন শুরু হয়েছে সিউড়িতে। সেই উপলক্ষে সোমবার বীরভূমে যান সূর্যকান্ত। সেখানে ডেউচা-পাঁচামি প্রকল্প নিয়ে সাংবাদিকদের তিনি জানিয়ে দেন, এ নিয়ে তাঁর দলের মুখপত্রে দীর্ঘ বক্তব্য লেখা হয়েছে। তাতে কতগুলো প্রশ্ন তোলা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। তাঁর মতে, ‘‘ওই প্রশ্নগুলির সদুত্তর সরকারের কাছে নেই। ওখানে কী করতে চান? ওখানে পরিবেশের উপর কী প্রভাব পড়বে? মানুষের বাসস্থান, জীবন-জীবিকার উপরে কী প্রভাব পড়বে? কী কর্মসংস্থান হবে? সব কিছু নিয়ে বিশদে জানতে চাই। মানুষ যা প্রশ্ন তুলছে তার একটারও সন্তোষজনক জবাব সরকার দিতে পারেনি।’’ এর পরই তাঁর হুঙ্কার, ‘‘জবাব দিতে হবে। তা না হলে প্রতিরোধ হবে। আমরা সেই প্রতিরোধের সঙ্গে থাকব। সংযুক্ত কিসান মোর্চা দেখিয়ে দিয়েছে কী ভাবে আন্দোলন করতে হয়।’’

Advertisement

সূর্যর বক্তব্যের প্রতিক্রিয়া দিতে গিয়ে তৃণমূলের বীরভূম জেলার সভাপতি অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ বিধায়ক অভিজিৎ সিংহ দাবি করেছেন, ‘‘মহম্মদ বাজারের ডেউচা-পাঁচামি এলাকার মানুষ তৃণমূলের সঙ্গে আছেন। তাঁরা রাজ্য সরকারের সঙ্গে আছেন। তাই বিরোধীরা যতই তাঁদের উস্কানোর চেষ্টা করুন না কেন, সেখানে কয়লা খনি প্রকল্প হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন