স্বনির্ভর গোষ্ঠীকে বরাত

বোলপুর, রামপুরহাটের পরে এ বার পৌষ্টিক ছাতু (নিউট্রি মিক্স) বা মিশ্র সুধা তৈরির দায়িত্ব পেল দুবরাজপুর ব্লকের স্ব-নির্ভর গোষ্ঠীর মহিলা সদস্যেরা। শুক্রবার দুবরাজপুরে প্রকল্প ও প্রকল্পের জন্যে নির্মিত ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিধায়ক নরেশচন্দ্র বাউড়ি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

দুবরাজপুর শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০১৬ ০০:১২
Share:

বোলপুর, রামপুরহাটের পরে এ বার পৌষ্টিক ছাতু (নিউট্রি মিক্স) বা মিশ্র সুধা তৈরির দায়িত্ব পেল দুবরাজপুর ব্লকের স্ব-নির্ভর গোষ্ঠীর মহিলা সদস্যেরা। শুক্রবার দুবরাজপুরে প্রকল্প ও প্রকল্পের জন্যে নির্মিত ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিধায়ক নরেশচন্দ্র বাউড়ি। ছিলেন দুবরাজপুরের বিডিও বনমালি রায়, পঞ্চায়েত সমিতির সভাপতি তনুশ্রী ঘোষ প্রমুখ। গম, ছোলার ডাল, আইসিং সুগার এবং প্রয়োজনীয় পুষ্টি উপাদন দিয়ে তৈরি ওই গুঁড়ো শিশুদের জলে গুলে বা নাড়ু করে দেওয়া হবে। ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, কেন্দ্রীয় জাতীয় গ্রামীণ জীবিকা মিশনের পরিযোজনা মহিলা স্ব-শক্তিকরণের রাজ্য সংস্করণ আনন্দধারা প্রকল্পের সহযোগিতায় এ কাজ হচ্ছে। ব্লক প্রকল্প প্রবন্ধক সোমেন দত্ত জানান, ব্লকের মোট ১১১৩টি স্ব-নির্ভর গোষ্টির মহিলা সদস্যেরা এ কাজে হাত দিয়েছেন। উদ্দেশ্য, ওই কাজের মাধ্যমে স্ব-নির্ভর দলের মহিলা সদস্যদের আর্থিক বিকাশ ঘটানো। জানা গিয়েছে, সবক’টি স্ব-নির্ভর দলকে প্রথমে ১০টি সঙ্ঘের অধীনে নিয়ে আসা হয়েছে। সেখান থেকে নিয়ে আসা হয়েছে একটি মহাসঙ্ঘের আওতায়। গড়ে দেওয়া হয়েছে একটি সমবায় সমিতি। মহাসঙ্ঘের নেত্রী কমলি রুইদাস জানান, প্রতিটি সঙ্ঘের থেকে প্রথমে ১০ হাজার টাকা করে দিয়ে ১ লক্ষ টাকা মূলধন নিয়ে কাজ শুরু হয়েছে। ইতিমধ্যেই ৭২০১ প্যাকেট মিশ্র সুধা ব্লক সুসংহত শিশু বিকাশ প্রকল্পের চাহিদা অনুযায়ী সরবরাহ করা হয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ৫০০ গ্রামের একটি প্যাকেটের দাম ৩৭ টাকা ৫০ পয়সা। এমন উদ্যোগে দ্বিমুখী লাভ দেখছেন অনেকেই। কেমন? দুবরাজপুরের বিডিও এবং বিধায়কেরা বলছেন, ‘‘একাধারে শিশুদের পুষ্ঠির জোগান সুনিশ্চিত হবে। অন্য দিকে, লাভের মুখ দেখবেন মহিলা সদস্যরা।’’ সুসংহত শিশুবিকাশের জেলা প্রকল্প আধিকারিক আরিন্দম ভাদুড়ি বলছেন, ইতিমধ্যেই আমরা বোলপুর, রামপুরহাট ও দুবরাজপুর মিলিয়ে স্ব-নির্ভর গোষ্ঠীর সদস্যদের তৈরি নিউট্রি মিক্সের জোগান থেকে ৬১ হাজার শিশুকে পরিপূরক পুষ্টির আওতায় আনতে পেরেছি। সব কিছু ঠিকঠাক চললে স্বনির্ভর গোষ্ঠীর কাজের বহর আরও বাড়বে।

Advertisement

পড়ে জখম। চলন্ত ট্রেন থেকে পড়ে গুরুতর আহত হল বছর পনেরোর এক ছাত্রী। শুক্রবার দুপুর তিনটে নাগাদ কাটোয়া থেকে আজিমগঞ্জগামী ট্রেনে দুর্ঘটনাটি ঘটে। জখম সোমা ঘোষকে কাটোয়া হাসপাতালে ভর্তি করে রেল পুলিশ। কাটোয়া থেকে তাড়াতাড়ি ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে লাইনে পড়ে যায় সে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন