এক দিনে তিন ময়াল উদ্ধার

এক দিনে তিনটি ময়াল উদ্ধার হল জেলায়। শুক্রবার বরাবাজারের জিলিং গ্রাম থেকে প্রায় সাত ফুট লম্বা এবং ৭ কিলোগ্রামের একটি ময়াল উদ্ধার হয়েছে। বোরো থানার নেকড়া গ্রাম থেকে উদ্ধার হয়েছে প্রায় বারো ফুট লম্বা ১৫ কিলোগ্রামের অন্য ময়ালটি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মানবাজার ও আড়শা শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০১৬ ০০:০৬
Share:

আড়শায় উদ্ধার হওয়া ময়াল। — নিজস্ব চিত্র

এক দিনে তিনটি ময়াল উদ্ধার হল জেলায়।

Advertisement

শুক্রবার বরাবাজারের জিলিং গ্রাম থেকে প্রায় সাত ফুট লম্বা এবং ৭ কিলোগ্রামের একটি ময়াল উদ্ধার হয়েছে। বোরো থানার নেকড়া গ্রাম থেকে উদ্ধার হয়েছে প্রায় বারো ফুট লম্বা ১৫ কিলোগ্রামের অন্য ময়ালটি। ডাঙরডির বিট অফিসার হীরক সিংহ বলেন, ‘‘দুটি জায়গা থেকেই আমাদের কর্মীরা গিয়ে সাপ দু’টিকে উদ্ধার করেছেন। সেগুলি পূর্ণবয়স্ক ময়াল। সাপদু’টিকে গভীর জঙ্গলে ছে়ড়ে দেওয়া হয়েছে।’’

অন্যদিকে, আড়শার নুনিয়া গ্রামের বাসিন্দাদের থেকে খবর পেয়ে এ দিন একটি ১১ ফুট লম্বা ময়াল উদ্ধার করেছেন বনদফতরের কর্মীরা। সেটিকে অযোধ্যা পাহাড়ে ছেড়ে দেওয়া হয়েছে। আ়ড়শার রেঞ্জ অফিসার হেমন্তলাল মাঝি বলেন, ‘‘সাধারণ মানুষ এখন বন্যপ্রাণ নিয়ে অনেক সচেতন হয়েছেন। সাপটির গায়ে একটি আঁচড় পর্যন্ত লাগেনি।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন