বোমার আঘাতে মৃত্যু হয়েছে এক জনের, আহত তিন জন। —প্রতীকী চিত্র।
আবার নিশানায় তৃণমূল নেতা। ঘটনাস্থল সেই বীরভূম। শনিবার সন্ধ্যায় বোমার আঘাতে প্রাণ গেল তৃণমূল নেতা, পঞ্চায়েত সদস্যার স্বামীর। আহত তিন জন।
দলীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ মল্লারপুর থানা এলাকার বিশিয়া গ্রামে একটি মোড়ের কাছে বসে চা খাচ্ছিলেন স্থানীয় তৃণমূল নেতা বাইতুল্লা শেখ। সেই সময় বেশ কয়েক জন দুষ্কৃতী এসে তাঁকে লক্ষ্য করে পর পর তিনটি বোমা ছোড়ে। বোমার আঘাতে গুরুতর জখম হন তিনি। ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করে রামপুরহাট মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, ওই নেতা ময়ূরেশ্বর-১ পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ শাকিলা বিবির স্বামী।
বোমাবাজির খবর পেয়েই ঘটনাস্থলে আসে পুলিশ। তারা জানিয়েছে, কারা কোন কারণে তৃণমূল নেতাকে লক্ষ্য করে বোমা মেরেছে তা খতিয়ে দেখা হচ্ছে। তৃণমূল অবশ্য অভিযোগের আঙুল তুলেছে বাম ও বিজেপির দিকে।
কয়েক দিন আগেই বীরভূমের লাভপুরে তৃণমূলের অঞ্চল সভাপতি পীযূষ ঘোষকে গভীর রাতে গুলি করে খুন করা হয়েছিল। তারও আগে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে বিধায়ক শওকত মোল্লা ঘনিষ্ঠ তৃণমূল নেতা রেজ্জাক খানকে গুলি করে খুন করা হয়। উল্লেখ্য, এই নিয়ে ১০ দিনে দুস্কৃতী হানায় প্রাণ হারালেন তিন জন তৃণমূল নেতা।