Anubrata Mondal

মমতা-নির্দেশে অনুব্রত আহ্বায়ক হতেই বীরভূমে বৈঠকে তৃণমূলের কোর কমিটি, কেষ্টর পাশে শতাব্দী, ছিলেন কাজলও! কী সিদ্ধান্ত হল?

রবিবার প্রথম বার কোর কমিটির বৈঠক হল। সেই বৈঠকে অনুব্রতের পাশেই বসতে দেখা গেল বীরভূমের সাংসদ শতাব্দী রায়কে। বৈঠকে ছিলেন জেলা সভাধিপতি কাজল শেখও।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ অগস্ট ২০২৫ ২৩:১১
Share:

অনুব্রত মণ্ডল। —নিজস্ব চিত্র।

সম্প্রতি বীরভূম সফরে গিয়ে অনুব্রত মণ্ডল ওরফে কেষ্টকে দলের জেলা কোর কমিটির আহ্বায়ক করে দিয়েছিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার পরেই রবিবার প্রথম বার কোর কমিটির বৈঠক হল। সেই বৈঠকে অনুব্রতের পাশেই বসতে দেখা গেল বীরভূমের সাংসদ শতাব্দী রায়কে। বৈঠকে ছিলেন জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখও। কোর কমিটির ন’সদস্যের মধ্যে বৈঠকে ছিলেন না শুধু মন্ত্রী চন্দ্রনাথ সিংহ।

Advertisement

দলীয় সূত্রে খবর, বৈঠক শান্তিপূর্ণ এবং সুষ্ঠু ভাবে সম্পন্ন হয়েছে। কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও নেওয়া হয়েছে বৈঠকে। বিশেষ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিতে কালি মাখানো নিয়ে বিজেপির বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রেক্ষিতে সোমবার বীরভূমের প্রতিটি ব্লকে দল ধিক্কার মিছিল করবে বলে স্থির হয়েছে।

রবিবার প্রথম বার কোর কমিটির বৈঠক হল। —নিজস্ব চিত্র।

এ ছাড়া, মুখ্যমন্ত্রীর ঘোষিত ‘আপনার পাড়ায় আপনার সমাধান’ প্রকল্পে দলীয় নেতৃত্বকে সক্রিয় ভাবে অংশগ্রহণ করার নির্দেশ দেওয়া হয়েছে কোর কমিটির তরফে। পাশাপাশি রাজ্যে শুরু হতে চলা ভাষা আন্দোলন কর্মসূচি নিয়েও বীরভূমে কী ভাবে পরিকল্পনা নেওয়া হবে, তা নিয়েও প্রাথমিক পর্যায়ে আলোচনা হয়েছে।

Advertisement

যদিও বৈঠক দীর্ঘায়িত হয়নি। মিনিট পাঁচেকের বৈঠক হয়েছে। বৈঠক শেষে শতাব্দী বলেন, “মুখ্যমন্ত্রীর ছবির উপর এ ভাবে কালি মাখানো বরদাস্ত করা যায় না। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা উচিত পুলিশের।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement