পুজোর শহরে গাড়িতে রাশ

পুজোয় পুরুলিয়া শহরের কয়েকটি রাস্তায় চার চাকার যানের সঙ্গে টোটো চলাচলও নিষিদ্ধ করছে পুলিশ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

পুরুলিয়া শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০১৮ ০১:৪৯
Share:

—ফাইল চিত্র।

পুজোয় পুরুলিয়া শহরের কয়েকটি রাস্তায় চার চাকার যানের সঙ্গে টোটো চলাচলও নিষিদ্ধ করছে পুলিশ। ষষ্ঠীর দুপুর থেকেই শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় এই বিধি বলবৎ করা হবে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে। একই সঙ্গে শহরের আটটি গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশ সহায়তা কেন্দ্রও খোলা হচ্ছে।

Advertisement

কয়েকদিন ধরেই শহরের ট্যাক্সিস্ট্যান্ড, সাহেববাঁধ রোড, হাটেরমোড়, কোর্টমোড়, বিটি সরকার রোড, হাসপাতাল মোড়, মেন রোড, চকবাজার-সহ সংলগ্ন বিভিন্ন রাস্তা যানজটে হাঁসফাঁস করছে। কারণ রাস্তার ধারের অবৈধ পার্কিং। ফুটপাত দখল করে দীর্ঘক্ষণ ধরে দাঁড় করিয়ে রাখা মোটরবাইক, চার চাকার গাড়ির জেরেই বিভিন্ন রাস্তায় তৈরি হচ্ছে যানজট। রাস্তায় বের হওয়া ভুক্তভোগীদের অভিযোগ, তার সঙ্গে যোগ হয়েছে রাস্তা দখল করে দাঁড়িয়ে থাকা হকারদের ঠেলা, টোটো ইত্যাদি।

পুলিশ জানিয়েছে, রাস্তা বা ফুটপাত দখল করে দীর্ঘক্ষণ ধরে দাঁড়িয়ে থাকা মোটরবাইক বা চার চাকার গাড়ি ধরার জন্য পাঁচটি বিশেষ দল তৈরি করা হয়েছে। এই দল ইতিমধ্যেই রাস্তায় নেমেও গিয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার মিলিয়ে শতাধিক মোটরবাইক ও গাড়ির জরিমানা করা হয়েছে। জেলা পুলিশের এক আধিকারিক জানান, ‘‘এই দলটি শহরের বিভিন্ন রাস্তায় নজরদারি চালাচ্ছে। কোথাও দীর্ঘক্ষণ রাস্তা দখল করে মোটরবাইক বা গাড়ি দাঁড় করিয়ে রাখা হলে জরিমানা করা হচ্ছে। কোনও ভাবেই রাস্তা বেদখল করে রাখা যাবে না।’’

Advertisement

পুজোর সময় মহাষষ্ঠীর দুপর থেকেই রথতলা মোড় হতে পোস্টঅফিস মোড়, সেখান হতে ইউনিয়ন ক্লাব মোড়, অলঙ্গিডাঙা মোড় থেকে গাড়িখানা হয়ে পোস্ট অফিস মোড়, স্টেশন মোড় থেকে এস সি সেন রোড, জিলা স্কুল মোড় থেকে থেকে চাঁইবাসা রোড— এই রাস্তাগুলি নো-এন্ট্রি জ়োন হিসেবে ঘোষণা করা হবে। যাত্রিবাহী বাস ও আপৎকালীন পরিষেবায় ব্যবহৃত গাড়ি ছাড়া অন্য সব ধরনের গাড়ির জন্য নো-এন্ট্রির নির্দেশিকা বলবৎ থাকবে। সোমবার দুপুরের পর পুরুলিয়া স্টেশন থেকে যাত্রীদের রথতলা মোড়, বুচাবাঁধ, সাধুডাঙা, উড়ালপুলের পাশ দিয়ে রেণি রোড, দেশবন্ধু রোড হয়ে শহরে ঢুকতে হবে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।

শহরের কয়েকটি রাস্তা ইতিপূর্বেই ক্লোজড সার্কিট ক্যামেরার (সিসিক্যামের) নজরদারিতে এসেছে। এ ছাড়া, যে সব রাস্তায় পুজোর ভিড় হবে, সে রকম কয়েকটিতেও সিসিক্যামেরা লাগানো থাকছে। ভিড়ে শিশুরা হারিয়ে যেতে পারে, এই আশঙ্কার কথা মাথায় রেখে পুজো দেখতে বেরোন অভিভাবকদের উদ্দেশ্য পুলিশ সুপার আকাশ মাঘারিয়া বাচ্চাদের পকেটে পরিচয়পত্র রাখার পরামর্শ দিয়েছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ জন্য পুলিশের পক্ষ থেকে নাম, ঠিকানা, মোবাইল নম্বর লেখার জন্য পরিচয়পত্র বিভিন্ন পাড়ার পুজো মণ্ডপে দেওয়া হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন