BJP

সিউড়ি থেকে গ্রেফতার প্রাক্তন আদিবাসী গাঁওতা ও বর্তমানে বিজেপি নেতা সুনীল সরেন

সূত্রের খবর, গ্রেফতারের পর তাঁকে নিয়ে যাওয়া হয়েছে ঝাড়খণ্ডে। আদিবাসী গাঁওতার পক্ষ থেকে সুনীল সরেনকে বিজেপি করার অভিযোগে সরিয়ে দেওয়া হয়েছিল দিন কয়েক আগেই। 

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০২১ ১২:২০
Share:

সুনীল সরেন। নিজস্ব চিত্র

পুরনো একটি মামলায় বীরভূমের সিউড়ি থেকে গ্রেফতার প্রাক্তন আদিবাসী গাঁওতা নেতা সুনীল সরেন। সূত্রের খবর, ঝাড়খণ্ডের একটি পুরনো মামলায় ঝাড়খণ্ড পুলিশ সিউড়ি থানার পুলিশের সহযোগিতায় সিউড়ি থেকে সোমবার রাতে গ্রেফতার করেছে তাঁকে। সূত্রের খবর, গ্রেফতারের পর তাঁকে নিয়ে যাওয়া হয়েছে ঝাড়খণ্ডে। আদিবাসী গাঁওতার পক্ষ থেকে সুনীল সরেনকে বিজেপি করার অভিযোগে সরিয়ে দেওয়া হয়েছিল দিন কয়েক আগেই।

Advertisement

জানা যায়, ২০১০ সালে ঝাড়খণ্ডের একটি খুনের ঘটনায় নাম জড়ায় তৎকালীন আদিবাসী গাঁওতা নেতা সুনীল সরেন ও বর্তমানে আদিবাসী গাঁওতার আরও এক নেতার। দীর্ঘদিন ধরে পুলিশের খাতায় পলাতক ছিলেন এঁরা।

আরও পড়ুন: মূর্তি বিরসারই, দাবি দিলীপের

Advertisement

আরও পড়ুন: বৈঠকের নাম করে মিথ্যাচার, দাবি করল আলাপিনী

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement