— প্রতীকী চিত্র।
বাঁকুড়ায় বাজ পড়ে মৃত্যু হল দু’জনের। বুধবার মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বাঁকুড়া সদর থানার সানাবাঁধ গ্রামে। পুলিশ জানিয়েছে, মৃত দু’জনের নাম সোনু লোহার (১৯) ও অভি বাগদি (১৩)।
বুধবার সকাল থেকে বাঁকুড়া জেলার আকাশ ঢেকে ছিল ঘন কালো মেঘে। দুপুর গড়াতেই জেলায় বিক্ষিপ্ত ভাবে শুরু হয় ঝড় ও বৃষ্টি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঝড়বৃষ্টির মাঝেই গ্রাম সংলগ্ন একটি পুকুরে স্নান করতে যান সোনু লোহার ও অভি বাগদি। স্নান করার সময় আচমকাই বজ্রপাতে ছিটকে পড়েন দু’জন। বিষয়টি নজরে আসে ওই পুকুরেই স্নানরত অন্যান্য গ্রামবাসীদের। দ্রুত তাঁদের উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকেরা দু’জনকে মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে মৃতদেহ দু’টির ময়নাতদন্ত করা হবে। বজ্রপাতে একসঙ্গে দুই কিশোরের মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বাঁকুড়ার সানাবাঁধ গ্রামে।