Bengal Migrant Labours Death

চেন্নাইয়ে কাগজের কারখানায় দগ্ধ হয়ে মৃত্যু বীরভূমের দুই পরিযায়ী শ্রমিকের! অকূলপাথারে দুই পরিবার

গত ৩১ অক্টোবর সেখানকার কাগজের কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। তাতে ২৬ বছরের বাবু এবং ২৫ বছরের ইউসুফ প্রাণ হারিয়েছেন।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০২৫ ১৩:১৭
Share:

—প্রতীকী চিত্র।

চেন্নাইয়ে গ্যাস সিলিন্ডার দুর্ঘটনায় প্রাণ হারালেন পশ্চিমবঙ্গের দুই বাসিন্দা। বীরভূমের বাসিন্দা দুই যুবকের মৃত্যুর খবর পেয়ে শোকগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, বীরভূম জেলার পাটনীল গ্রামের বাসিন্দা বাবু শেখ এবং ইউসুফ শেখ মাসখানেক আগে চেন্নাই গিয়েছিলেন। তিরুভাল্লুর জেলায় তাঁরা শ্রমিকের কাজ করতেন। গত ৩১ অক্টোবর সেখানকার কাগজের কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। তাতে ২৬ বছরের বাবু এবং ২৫ বছরের ইউসুফ গুরুতর জখম হয়েছিলেন।

জানা গিয়েছে, কাগজের কারখানায় দগ্ধ হন বীরভূমের ওই দুই শ্রমিক। চিকিৎসার জন্য তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। কিন্তু কয়েক দিনের ব্যবধানে দু’জনেরই মৃত্যু হয়েছে বলে খবর পেয়েছে পরিবার।

Advertisement

বাবু এবং ইউসুফ, দু’জনেই বিবাহিত এবং দু’জনেরই একটি করে নাবালক সন্তান রয়েছে। সংসারের মূল রোজগেরের অকালমৃত্যুতে অকূলপাথারে পড়েছে দুই পরিবার। গ্রামের দুই যুবকের মৃত্যুসংবাদ পাওয়ার পরে শোকস্তব্ধ পাটনীল গ্রাম। ওই পরিবারগুলির আর্থিক অবস্থা অত্যন্ত খারাপ বলে স্থানীয় সূত্রে খবর। এ নিয়ে বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ জানান, তাঁরা ওই দুই পরিবারের পাশে আছেন। তিনি বলেন, ‘‘প্রশাসনের পক্ষ থেকে পরিবারের পাশে থাকার জন্য যা যা করা সম্ভব, করা হবে। ইতিমধ্যে বাংলার বাড়ি প্রকল্পের আওতায় মৃত শ্রমিকদের পরিবারের জন্য বাড়ি বরাদ্দ হয়েছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement