বিজয়া সম্মেলনে ‘গোলমাল’

বিজয়া সম্মেলনের অনুষ্ঠানে ভাঙচুরের অভিযোগ উঠল বিষ্ণুপুরের থানাগোড়ায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বিষ্ণুপুর শেষ আপডেট: ২২ অক্টোবর ২০১৮ ০৪:৪৭
Share:

ভাঙচুরের পরে। বিষ্ণুপুরে রবিবার। নিজস্ব চিত্র

বিজয়া সম্মেলনের অনুষ্ঠানে ভাঙচুরের অভিযোগ উঠল বিষ্ণুপুরের থানাগোড়ায়। রবিবার দুপুরের ঘটনা। দেবব্রত ঘোষ নামে অভিযোগকারীর দাবি, এ দিন তাঁর বাড়িতে পরিচিতদের নিয়ে বিজয়া সম্মেলন উপলক্ষে খাওয়াদাওয়ার আয়োজন করা হয়েছিল। কিন্তু, রাজনৈতিক বিরোধ থেকে কিছু লোকজন তাঁর বাড়িতে হামলা চালায়। খাবার নষ্ট করে দেয়। এমনকী অতিথিদের উপরও হামলা করা হয় বলে অভিযোগ। তাঁর গাড়ি ভাঙচুর করারও অভিযোগ জানিয়েছেন থানায়। ঘটনাস্থলের কাছেই বিষ্ণুপুর থানা। পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়।

Advertisement

দেবব্রতবাবু মৌখিক ভাবে বিষ্ণুপুরের পুরপ্রধান শ্যাম মুখোপাধ্যায় ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে নালিশ করলেও পরে থানায় জমা দেওয়া অভিযোগপত্রে তিনি শ্যামবাবুর নাম উল্লেখ করেননি। তাঁর দাবি, ‘‘গত সাত বছর ধরে আমি পরিচিতদের নিয়ে এই সময়ে খাওয়াদাওয়ার আয়োজন করি। এ দিন বাড়ির সামনে একটি দুর্গা পুজো কমিটিও বিজয়া সম্মেলনের আয়োজন করে। সেখান থেকেই আমাকে গালিগালাজ করা শুরু হয়। দুপুরে দুষ্কৃতীরা আমার গাড়ি ভাঙচুর করে অতিথিদের উপরে হামলা চালায়। আমাকেও মারধর করে।’’

পুরপ্রধান শ্যাম মুখোপাধ্যায়ের দাবি, ‘‘আমার প্রতি হিংসায় উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মিথ্যা অভিযোগ করা হচ্ছে। আমি তো এ দিন পাড়ার বিজয়া সম্মেলন নিয়ে ব্যস্ত ছিলাম।’’

Advertisement

স্থানীয় থানাগোড়া সর্বজনীন পুজো কমিটির সহ-সভাপতি সিদ্ধার্থ ঘোষ দাবি করেন, ‘‘পুরপ্রধান আমাদের পুজোর সভাপতি। পুজো কমিটির প্রীতি সম্মেলনে সকাল থেকে ব্যস্ত ছিলাম। পাড়ায় কী ঘটেছে জানি না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন