ঠেক বন্ধ করতে পথে মহিলারা

অবরোধকারীদের অভিযোগ, এলাকায় রমরমিয়ে মদের অবৈধ কারবার চলছে। বিভিন্ন পরিবারে অশান্তি লেগেই রয়েছে। অবৈধ কারবার যাঁরা করছেন তাঁদের গ্রেফতার করার দাবি তোলেন অবরোধকারীরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ জুলাই ২০১৭ ০৩:৫৩
Share:

বুঝিয়ে: অবরোধকারীদের সঙ্গে পুলিশের আলোচনা। নিজস্ব চিত্র

এলাকায় অবৈধ মদের কারবার বন্ধ করার দাবিতে পথ অবরোধ করলেন বান্দোয়ানের ধবনী গ্রামের মহিলা সমিতির সদস্যদের একাংশ। শুক্রবার সকাল ৬টা নাগাদ ওই গ্রামের কাছে বান্দোয়ান পুরুলিয়া রাস্তায় অবরোধ হয়। যোগ দিয়েছিলেন এলাকার ১২টি স্বনির্ভর দলের শতাধিক মহিলা।

Advertisement

অবরোধকারীদের অভিযোগ, এলাকায় রমরমিয়ে মদের অবৈধ কারবার চলছে। বিভিন্ন পরিবারে অশান্তি লেগেই রয়েছে। অবৈধ কারবার যাঁরা করছেন তাঁদের গ্রেফতার করার দাবি তোলেন অবরোধকারীরা। পরে পুলিশ গিয়ে পদক্ষেপ করার আশ্বাস দিলে বেলা ৯টা নাগাদ অবরোধ ওঠে।

বান্দোয়ান থেকে জামশেদপুর যাওয়ার একমাত্র রাস্তায় অবরোধের জেরে এ দিন ভোগান্তি হয় যাত্রীদের। ওই রাস্তা দিয়ে বারাবাজার ও পুরুলিয়াও যাওয়া যায়। অবরোধে রাস্তার দু’দিকে অনেক গাড়ি সার দিয়ে দাঁড়িয়ে পড়ে। বান্দোয়ানের ধবনী গ্রাম ঝাড়খণ্ড সীমানা লাগোয়া। ধবনী গ্রামের মহিলা সমিতির নেত্রী রমণী মাহাতো বলেন, ‘‘গ্রামের রাস্তার পাশেই একটা হরিমন্দির রয়েছে। তার পাশেই কয়েক বছর ধরে মদের ঠেক গজিয়ে উঠছে। আমরা এলাকার রাজনৈতিক দলের নেতাদের বলেছিলাম। তাঁরা আশ্বাস দিয়েছিলেন পুলিশ প্রশাসনকে বলে ঠেক বন্ধ করানো হবে। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি।’’

Advertisement

তাঁর দাবি, সম্প্রতি মহিলা সমিতির কয়েকজন সদস্য ঠেকগুলিতে গিয়ে মদ বিক্রি বন্ধ করার জন্য অনুরোধ করেন। অভিযোগ, তাঁদের কথা কানে তোলা তো দূরের কথা, উল্টে মদের কারবারিরা হুমকি দেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement