Heritage Walk in Visva-Bharati

বিশ্বভারতীতে শুরু হচ্ছে ‘হেরিটেজ ওয়াক’! রবীন্দ্র-দর্শন এবং সংস্কৃতি পর্যটকদের সামনে তুলে ধরতে উদ্যোগ

বিশ্বভারতী সূত্রে জানা গিয়েছে, চলতি মাস অর্থাৎ, জুলাইয়ের শেষে অথবা অগস্টের শুরুতেই পরীক্ষামূলক ভাবে এই ‘হেরিটেজ ওয়াক’ চালু হতে পারে। প্রাথমিক ভাবে ঠিক হয়েছে, সপ্তাহে এক দিন নির্দিষ্ট সংখ্যক পর্যটকদের নিয়ে ‘গাইডেড ট্যুর’ পরিচালিত হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ জুলাই ২০২৫ ১৫:৪৪
Share:

বিশ্বভারতী চত্বর। —ফাইল চিত্র।

শান্তিনিকেতন ঘুরতে যাওয়া পর্যটকদের জন্য সুখবর দিলেন বিশ্বভারতী কর্তৃপক্ষ। ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি পাওয়ার পরে এ বার ‘হেরিটেজ ওয়াক’ চালু করছে বিশ্বভারতী। লক্ষ্য, বিশ্বভারতীর ঐতিহ্য এবং রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা ও সংস্কৃতির দর্শন পর্যটকদের সামনে আরও ভাল ভাবে তুলে ধরা।

Advertisement

বিশ্বভারতী সূত্রে জানা গিয়েছে, চলতি মাস অর্থাৎ, জুলাইয়ের শেষে অথবা অগস্টের শুরুতেই পরীক্ষামূলক ভাবে এই ‘হেরিটেজ় ওয়াক’ চালু হতে পারে। প্রাথমিক ভাবে ঠিক হয়েছে, সপ্তাহে এক দিন নির্দিষ্ট সংখ্যক পর্যটকদের নিয়ে ‘গাইডেড ট্যুর’ পরিচালিত হবে। অভিজ্ঞ গাইডের মাধ্যমে বিশ্বভারতীর বিভিন্ন ভবন, সংগ্রহশালা, রবীন্দ্রভবন এবং মিউজ়িয়াম ঘুরে দেখার পাশাপাশি ঐতিহাসিক প্রেক্ষাপট ও সংরক্ষণের প্রয়োজনীয়তার বিষয়ে বিস্তারিত জানতে পারবেন পর্যটকেরা।

উল্লেখ্য, করোনা পরবর্তী সময়ে বিশ্বভারতী ক্যাম্পাসে পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি হয়। তবে সম্প্রতি বর্তমান উপাচার্য প্রবীরকুমার ঘোষ বন্ধ গেট খুলে দেওয়ার জন্য উদ্যোগী হয়েছেন। ইতিমধ্যে রবীন্দ্রভবন সংলগ্ন জগদীশ কানন ঘুরে দেখেছেন উপাচার্য এবং বিশ্বভারতীর আধিকারিকেরা। যানজট এড়াতে পর্যটকদের জন্য বিকল্প রাস্তা দিয়ে যাতায়াতের পরিকল্পনা করা হয়েছে হয়েছে। যেমন, সুবর্ণরেখা মোড় থেকে জগদীশ কানন হয়ে রবীন্দ্রভবন পর্যন্ত হেঁটে যাতায়াতের একটি রাস্তা তৈরি করা হবে। বিশ্বভারতীর এক জনসংযোগ আধিকারিকের কথায়, “শান্তিনিকেতনে এসেও পর্যটকেরা বিশ্বভারতীর মূল ঐতিহাসিক ও সাংস্কৃতিক পরিসরের স্বাদ নিতে পারতেন না। ‘হেরিটেজ় ওয়াক’ সেই অভাব পূরণ করবে।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement