শান্তিনিকেতনে মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা

কাছে অরবিন্দ, আর্জি বরাদ্দের

রবীন্দ্রনাথের সার্ধ শতবর্ষে বিশ্বভারতীকে ১৫০ কোটি টাকার অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছিল কেন্দ্র সরকার। কিন্তু এত দিনেও সেই টাকা পায়নি বিশ্বভারতী। দেশের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা অরবিন্দ সুব্রহ্মণ্যমকে হাতের নাগালে পেয়ে ওই অনুদান দ্রুত মেলার ব্যাপারে আবেদন জানাল বিশ্বভারতী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ মার্চ ২০১৭ ০২:৩০
Share:

রবীন্দ্রনাথের সার্ধ শতবর্ষে বিশ্বভারতীকে ১৫০ কোটি টাকার অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছিল কেন্দ্র সরকার। কিন্তু এত দিনেও সেই টাকা পায়নি বিশ্বভারতী। দেশের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা অরবিন্দ সুব্রহ্মণ্যমকে হাতের নাগালে পেয়ে ওই অনুদান দ্রুত মেলার ব্যাপারে আবেদন জানাল বিশ্বভারতী।

Advertisement

শনিবার আইআইইএসটি-র (ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং, সায়েন্স অ্যান্ড টেকনোলোজি) একটি অনুষ্ঠানে যোগ দিতে কলকাতায় এসেছিলেন অরবিন্দ। রবিবার রাতে হঠাৎ-ই স্ত্রীকে নিয়ে শান্তিনিকেতনে পৌঁছে যান অর্থ মন্ত্রকের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা। রবীন্দ্রভবন, কলাভবন, চিনভবন-সহ বিশ্বভারতী আশ্রমের নানা ঐতিহ্যবাহী এলাকা তাঁরা ঘুরে দেখেন। বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য স্বপন দত্ত, ভারপ্রাপ্ত কর্মসচিব অমিত হাজরাদের সঙ্গেও কথা বলেন অরবিন্দ। সোমবার সকালে হাজির হয়ে যান পাঠভবনে। সেখানে খোলা আকাশের নিজে কী ভাবে ক্লাস চলে, তার খোঁজ নেন দেশের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা। সরাসরি পড়ুয়াদের সঙ্গেও কথা বলেন। তাঁর কথা হয় পাঠভবনের অধ্যক্ষা বোধিরূপা সিংহ, শিক্ষক কিশোর ভট্টাচার্যদের সঙ্গেও।

ঘুরে দেখার ফাঁকেই আশ্রমের নানা বিষয় থেকে বিশিষ্ট শিল্পীদের শিল্পকর্ম নিয়ে সবিস্তারে বিশ্বভারতী কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেন অরবিন্দ। রবীন্দ্রনাথের সার্ধ শতবর্ষে ১৫০ কোটি টাকা বিশ্বভারতীকে দেওয়ার কথা ঘোষণা করেছিল কেন্দ্র। কিন্তু সেই টাকা আজও বিশ্বভারতীর তহবিলে আসেনি। অরবিন্দকে হাতের কাছে পেয়ে এ নিয়ে দরবার করে বিশ্বভারতী। ভারপ্রাপ্ত উপাচার্য স্বপনবাবু বলেন, “ওই অনুদান বিশ্বভারতী যাতে দ্রুত পায়, তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মুখ্য অর্থনৈতিক উপদেষ্টার কাছে আর্জি জানিয়েছি। দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।”

Advertisement

এ দিন দুপুরেই ফিরে যান অরবিন্দ। বিশ্বভারতীর ভারপ্রাপ্ত কর্মসচিব অমিতবাবু বলেন, “উনি ব্যক্তিগত সফরে স্ত্রীকে নিয়ে এখানে এসেছিলেন। শান্তিনিকেতন ঘুরে ওঁর ভাল লেগেছে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement