Amartya Sen

‘দখল করা জমি ফেরত দিন’! অমর্ত্য সেনকে আবার চিঠি পাঠাল বিশ্বভারতী

এর আগেও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নোবেলজয়ী অর্থনীতিবিদের বিরুদ্ধে জমি বেদখলের অভিযোগ করেছিলেন। যদিও বিশ্বভারতীর অভিযোগকে ‘কল্পনাপ্রসূত’ বলেছিলেন অমর্ত্য।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শান্তিনিকেতন শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০২৩ ২১:২১
Share:

বিশ্বভারতীর অভিযোগকে ‘কল্পনাপ্রসূত’ বলেছিলেন অমর্ত্য। তিনি বলেছিলেন, তাঁর বাবা বাজার থেকেই ওই জমি কিনেছেন। —ফাইল চিত্র।

আবারও নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ করলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ বার ১৩ ডেসিম্যাল জায়গা ফেরত চেয়ে অমর্ত্যের শান্তিনিকতনের বাড়ি ‘প্রতীচী’র ঠিকানায় চিঠি পাঠানো হয়েছে।

Advertisement

বিশ্বভারতী কর্তৃপক্ষ মঙ্গলবারের ওই চিঠিতে দাবি করেছেন, অমর্ত্য বিশ্ববিদ্যালয়ের ১৩ ডেসিম্যাল জায়গা দখল করে রেখেছেন।

Advertisement

মঙ্গলবার অমর্ত্য সেনকে এই চিঠিটি পাঠিয়েছেন বিশ্বভারতী কর্তৃপক্ষ। —নিজস্ব চিত্র।

রেজিস্ট্রারের সই করা চিঠিতে বলা হয়েছে, জমির মাপজোক করেই এই ১৩ ডেসিম্যাল জায়গার তথ্য পেয়েছেন তাঁরা। তাই ওই জমি যেন ফেরত দেন অমর্ত্য। এই মুহূর্তে অমর্ত্য শান্তিনিকতনের বাড়িতেই রয়েছেন।

এর আগে বিশ্বভারতী কর্তৃপক্ষ জানিয়েছিলেন, বিশ্ববিদ্যালয়ের কাছে থাকা তথ্য অনুযায়ী, অমর্ত্য সেন বিশ্বভারতীর জমি দখল করে আছেন। প্রয়োজনে রাজ্য ভূমি সংস্কারের তরফে নিয়ম মেনে বিশ্বভারতীর প্রতিনিধি, অমর্ত্য সেনের প্রতিনিধিদের নিয়ে জমির মাপ নেওয়া হোক। তা হলেই আসল সত্য বেরিয়ে আসবে। এ নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের কাছে অভিযোগপত্রও পাঠানো হয়। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং অমর্ত্যের পাশে দাঁড়িয়েছিলেন। অন্য দিকে, বিশ্বভারতীর অভিযোগকে ‘কল্পনাপ্রসূত’ বলেছিলেন অমর্ত্য। তিনি বলেছিলেন, তাঁর বাবা বাজার থেকেই ওই জমি কিনেছেন। সেই জমি নিয়ে কেন ৫০ বছর পর হঠাৎ বিতর্কের সৃষ্টি হল, সেটাই তাঁর বোধগম্য হচ্ছে না বলে মন্তব্য করেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন