ভাইয়ের সাহায্য নিয়ে স্বামীকে পিটিয়ে মেরেছিলেন স্ত্রী! ১৩ বছর পর ভাইবোনকে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত

আদালত সূত্রে জানা গিয়েছে, ২০১১ সালের ১ অক্টোবর বাঁকুড়ার রাইপুর থানার মেথিশোল গ্রামের বাসিন্দা শঙ্কর হাঁসদা। পরের দিন মৃতের দাদা চন্দ্র হাঁসদা রাইপুর থানায় হাজির হয়ে মৃতের স্ত্রী সৌরভী হাঁসদা ও শ্যালক হিমাংশু হাঁসদার বিরুদ্ধে খুনের অভিযোগ জানান।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২৪ ২৩:৫৪
Share:

—প্রতীকী ছবি।

মদ খেয়ে বাড়িতে এসেছিলেন স্বামী। তা নিয়েই শুরু দাম্পত্যকলহ। শেষমেশ ভাইয়ের সাহায্য নিয়ে স্বামীকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠেছিল স্ত্রীর বিরুদ্ধে। ১৩ বছর পর বাঁকুড়ার রাইপুর থানার মেথিশোল গ্রামের সেই ঘটনায় দিদি ও ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিল খাতড়া মহকুমা আদালত।

Advertisement

আদালত সূত্রে জানা গিয়েছে, ২০১১ সালের ১ অক্টোবর বাঁকুড়ার রাইপুর থানার মেথিশোল গ্রামের বাসিন্দা শঙ্কর হাঁসদা। পরের দিন মৃতের দাদা চন্দ্র হাঁসদা রাইপুর থানায় হাজির হয়ে মৃতের স্ত্রী সৌরভী হাঁসদা ও শ্যালক হিমাংশু হাঁসদার বিরুদ্ধে খুনের অভিযোগ জানান। চন্দ্র হাঁসদা দাবি করেন, ভাই মদ্যপান করে বাড়ি ফেরায় ওই দিন ভ্রাতৃবধূ সৌরভীর সঙ্গে ঝগড়া হয় শঙ্করের। ঝগড়া চলাকালীন শঙ্করের শ্যালক হিমাংশু হাজির হলে ঝগড়া চরম আকার নেয়। এর পর ভ্রাতৃবধূ সৌরভী ও হিমাংশু লাঠি দিয়ে ব্যাপক মারধর করেন শঙ্করকে। গুরুতর আহত অবস্থায় তাঁকে রাইপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা শঙ্করকে মৃত বলে ঘোষণা করেন। মৃতের দাদা চন্দ্র হাঁসদার দায়ের করা অভিযোগের ভিত্তিতে সেই সময় রাইপুর থানার পুলিশ মৃতের স্ত্রী সৌরভী ও শ্যালক হিমাংশুকে গ্রেফতার করে। পরে দু’জনে জামিনে মুক্তি পেলেও খাতড়া মহকুমা আদালতে মামলা চলতেই থাকে। সম্প্রতি আদালত বেশ কিছু সাক্ষীর ভিত্তিতে শঙ্কর হাঁসদাকে খুনের ঘটনায় মৃতের স্ত্রী সৌরভী ও শ্যালক হিমাংশুকে দোষী সাব্যস্ত করে হেফাজতে নেয়। বুধবার খাতড়া মহকুমা আদালতের অতিরিক্ত জেলা দায়রা বিচারক ধনঞ্জয় কুমার সিংহ অভিযুক্ত দুই ভাইবোনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

খাতড়া আদালতের সরকার পক্ষের আইনজীবী বারিদবরণ বাগ বলেন, ‘‘এই মামলায় ২২ জন সাক্ষীর সাক্ষ্য এবং মৃতের মৃত্যুকালীন জবানবন্দির ভিত্তিতে আদালত সৌরভী ও হিমাংশু হাঁসদাকে শঙ্কর হাঁসদা খুনে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানার নির্দেশ দিয়েছে। জরিমানা অনাদায়ে আরও তিন মাস কারাদণ্ড দেওয়া হয়েছে।’’ অভিযুক্তদের ভাই সুধাংশু হাঁসদা বলেন, ‘‘আদালতের এই রায়ে আমরা সন্তুষ্ট নই। খাতড়া মহকুমা আদালতের এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে আমরা আগামী দিনে উচ্চতর আদালতে আবেদন জানাব।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement