ফের প্রশ্নে পুলিশের ভূমিকা

ভরদুপুরে মহিলার ব্যাগ ছিনতাই শান্তিনিকেতনে

থানার কাছেই দিন দুপুরে রিকশা করে বাড়ি ফেরার পথে এক মহিলার ব্যাগ ছিনতাই হল শান্তিনিকেতনে! দামি শাড়ি, ওষুধ, টাকা পয়সা এবং এটিএম কার্ড-সহ নানা জিনিস থাকা ব্যাগ ছিনিয়ে নেয় দুই বাইক আরোহী দুষ্কৃতী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শান্তিনিকেতন শেষ আপডেট: ২৭ জুলাই ২০১৬ ০৩:১১
Share:

থানার কাছেই দিন দুপুরে রিকশা করে বাড়ি ফেরার পথে এক মহিলার ব্যাগ ছিনতাই হল শান্তিনিকেতনে!

Advertisement

দামি শাড়ি, ওষুধ, টাকা পয়সা এবং এটিএম কার্ড-সহ নানা জিনিস থাকা ব্যাগ ছিনিয়ে নেয় দুই বাইক আরোহী দুষ্কৃতী। ঘটনাটি মঙ্গলবার দুপুরে ঘটেছে শান্তিনিকেতনের পূর্বপল্লি এলাকায়। ঘটনার কথা সবিস্তারে জানিয়ে, শান্তিনিকেতন থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন তিনি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে মঙ্গলবার রাত পর্যন্ত এই ঘটনায় কাউকে ধরতে পারেনি পুলিশ। উদ্ধার হয়নি ছিনতাইয়ের জিনিসও।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অবনপল্লির বাসিন্দা রঞ্জিনী বন্দ্যোপাধ্যায় শান্তিনিকেতন এক্সপ্রেস থেকে নেমে রিকশা করে বাড়ি ফিরছিলেন। শান্তিনিকেতন থানা পেরিয়ে পূর্বপল্লি এবং অবনপল্লি লাগোয়া এনসিসি অফিসের পাশে তাঁর ব্যাগ ছিনতাই করে দুই মোটরবাইক আরোহী।

Advertisement

এ দিন রঞ্জিনীদেবী বলেন, ‘‘কলকাতায় চিকিৎসা করিয়ে বাড়ি ফিরছিলাম। আসার পথে বাড়ির কাছে দ্রুত গতিতে একটি বাইক পিছন থেকে আসে। কিছু বুঝে ওঠার আগেই, ব্যাগ ছিনিয়ে নিয়ে পালায়। এত দ্রুত ঘটল, যে আকস্মিকতায় চিৎকারও করতে পারিনি। নীল রঙের একটি বাইকে দু’জন চেপে এসেছিল। ব্যাগ ছিনতাই করে, গাড়ির স্পিড বাড়িয়ে তারা রতনপল্লির দিকে পালায়। গোটা ঘটনার কথা জানিয়ে, থানায় লিখিত অভিযোগ জানিয়েছি।’’

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, শান্তিনিকেতনের গুরুপল্লি, রতনপল্লি, সিমান্তপল্লি, অবনপল্লি প্রভৃতি এলাকায় ইদানীং কালে ফের চুরি, ছিনতাইয়ের ঘটনা বাড়ছে। ছিনতাইকারীরা বেশির ভাগ ক্ষেত্রে মহিলা, ছাত্রী এবং বয়স্কদের টার্গেট করছেন। এলাকায় পুলিশের নজরদারি বাড়ানোর দাবি তুলেছেন বাসিন্দারা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন