Crime

Bolpur: বোলপুরে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার যুবক, তৃণমূলের দাবি, ধৃত যুবক বিজেপি-র সমর্থক

৩ নং ওয়ার্ডের তৃণমূল কর্মী  পায়েল ভট্টাচার্য ও চন্দন রাউত জানান, বৃহস্পতিবার রাত ৯টা নাগাদ দলীয় কার্যালয়ে আসেন শচীন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ মে ২০২১ ১৩:৩৫
Share:

ধৃত যুবক। নিজস্ব চিত্র।

বোলপুর পুরসভার অন্তর্গত ৩ নং ওয়ার্ডে মিশন কমপাউন্ডে তৃণমূলের কার্যালয়ের সামনে এক যুবকের কাছ থেকে উদ্ধার হল আগ্নেয়াস্ত্র। পরে পুলিশ এসে তাঁকে গ্রেফতার করে। তৃণমূল কর্মীদের অভিযোগ, খুন করার উদ্দেশেই এসেছিলেন ওই যুবক। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম শচীন চন্দ্র।

Advertisement

৩ নং ওয়ার্ডের তৃণমূল কর্মী পায়েল ভট্টাচার্য ও চন্দন রাউত জানান, বৃহস্পতিবার রাত ৯টা নাগাদ দলীয় কার্যালয়ে আসেন শচীন। কয়েক জন সমর্থকের সঙ্গে কথা বলছিলেন। হঠাৎই ওই কর্মীরাই শচীনের পায়ের নীচের দিকে বন্দুকটি লক্ষ্য করেন। সকলে আতঙ্কিত হয়ে পড়েন। এর পরই শচীনকে কার্যালয়ে আটকে রেখে পুলিশে খবর দেওয়া হয়। বোলপুর থানার পুলিশ এসে যুবককে গ্রেফতার করে।

পায়েল, চন্দনদের অভিযোগ, হত্যা করার পরিকল্পনা নিয়েই কার্যালয়ে এসেছিলেন অভিযুক্ত। যদিও বিজেপি এই ঘটনা নিয়ে কোনও প্রতিক্রিয়া দেয়নি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement