সদ্যোজাত শিশু অসুস্থ জেনে ফেলে পালাল মা। মঙ্গলবার বোলপুর থানায় এমনই অভিযোগ দায়ের করেছে বোলপুর মহকুমা হাসপাতাল কর্তৃপক্ষ। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত পরিবারের খোঁজ চলছে।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, লাভপুর থানার বুনিয়া উপরডাঙা এলাকার বাসিন্দা এক প্রসূতি প্রসব যন্ত্রনা নিয়ে সোমবার দুপুরে ভর্তি হন। দুপুর আড়াইটে নাগাদ তিনি একটি মেয়ে সন্তানের জন্ম দেন। চিকিৎসকেরা জানান, শিশুটি নির্ধারিত সময়ের অনেকটা আগেই জন্মেছে, সে জন্য কিছুটা রুগ্ন ছিল। ওজনও বেশ কম (৫৫০ গ্রাম)। বোলপুর মহকুমা হাসপাতালের সুপার অমিত মজুমদার বলেন, ‘‘শিশুটি প্রি-ম্যাচিউর ছিল। তার সঠিক পরিচর্যার পরিকাঠামো এখানে নেই। তাই ওই শিশুর বাড়ির লোকেদের তাকে বর্ধমান মেডিক্যালে নিয়ে গিয়ে ভর্তি করতে বলা হয়। কিন্তু তাঁরা শিশুটির দায়িত্ব না নিয়ে উল্টে শিশুর মাকে নিয়ে হাসপাতাল থেকে গোপনে পালিয়ে যান।’’
পরে ঘটনাটি হাসপাতাল কর্তৃপক্ষের নজরে এলে ওই শিশুটিকে বোলপুরে রেখেই প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার চেষ্টা চলে। কিন্তু শেষ পর্যন্ত শিশুটিকে বাঁচানো যায়নি। সোমবার রাত ৮-২০ নাগাদ শিশুটি মারা যায়। সুপার জানান, ঘটনাটি তাঁরা পুলিশকে জানিয়েছেন।
এ দিন চেষ্টা করেও ওই পরিবারের সঙ্গে যোগাযোগ করা যায়নি। তবে হাসপাতালেরই স্বাস্থ্যকর্মীদের কাছ থেকে জানা গিয়েছে, ওই পরিবারটি আর্থিক ভাবে স্বচ্ছল নয়। তাঁরা কী ভাবে ওই শিশুটিকে বর্ধমানে যাবে তা নিয়ে দুর্ভাবনায় পড়েন।