আইসিডিএস কর্মীদের মিছিল

সুসংহত শিশু বিকাশ প্রকল্পকে স্বেচ্ছাসেবী সংগঠনের হাতে তুলে দেওয়া চলবে না, এই দাবিতে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের নিয়ে পথে নামল সিটু অনুমোদিত পশ্চিমবঙ্গ আইসিডিএস কর্মী সমিতির পুরুলিয়া জেলা কমিটি। বুধবার জেলা প্রশাসনকে দেওয়া স্মারকলিপিতে কর্মী ও সহায়িকাদের ভাতা বাড়ানো এবং অবসর ভাতার দাবি তোলা হয়েছে। এ দিন সংগঠনের সদস্যেরা মিছিল করে জেলাশাসকের দফতরের সামনে পথসভা করেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০১৫ ০০:৫৯
Share:

পুরুলিয়ায় মিছিল অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের। বুধবার। নিজস্ব চিত্র।

সুসংহত শিশু বিকাশ প্রকল্পকে স্বেচ্ছাসেবী সংগঠনের হাতে তুলে দেওয়া চলবে না, এই দাবিতে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের নিয়ে পথে নামল সিটু অনুমোদিত পশ্চিমবঙ্গ আইসিডিএস কর্মী সমিতির পুরুলিয়া জেলা কমিটি। বুধবার জেলা প্রশাসনকে দেওয়া স্মারকলিপিতে কর্মী ও সহায়িকাদের ভাতা বাড়ানো এবং অবসর ভাতার দাবি তোলা হয়েছে। এ দিন সংগঠনের সদস্যেরা মিছিল করে জেলাশাসকের দফতরের সামনে পথসভা করেন। সংগঠনের সভানেত্রী তথা প্রাক্তন বিধায়ক সাম্যপ্যারী মাহাতো বলেন, ‘‘স্বেচ্ছাসেবী সংগঠনের হাতে তুলে দিয়ে প্রকল্পটিকেই বন্ধ করার চক্রান্ত করা হচ্ছে। জিনিসপত্রের দাম দিনদিন বাড়ছে। সেই মূল্য সূচকের হারে কর্মী ও সহায়িকাদের মাইনে বাড়ানো হচ্ছে না। দাম বাড়লেও খাবারের জন্য বরাদ্দ অর্থ বাড়ানো হচ্ছে না। আমরা এই সমস্ত দাবি নিয়েই আজ পথে নেমেছি।’’ অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) অরুণ প্রসাদ বলেন, ‘‘যে সমস্ত দাবি আমাদের এক্তিয়ারে, তা দেখা হবে। বাকি দাবিগুলি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেওয়া হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement