আগামী জুলাইয়ে সামাজিক ভাতা প্রকল্পের সমীক্ষা

বিভিন্ন সরকারি প্রকল্পের সামাজিক ভাতা প্রদানের ক্ষেত্রে সঠিক নিয়ম নীতি মানা হচ্ছে কি না, প্রাপ্যদের তালিকায় থাকা নাম যোগ্য কি না-সহ একাধিক বিষয়ে নমুনা সমীক্ষার কাজ শুরু হচ্ছে জেলায়। আর তা নিয়ে বার্ধক্য, বিধবা ও প্রতিবন্ধীর মতো সামাজিক ভাতা প্রকল্পের নমুনা সমীক্ষার কাজ নিয়ে প্রশিক্ষণ ও কর্মশালা হয়ে গেল বল্লভপুরে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শান্তিনিকেতন শেষ আপডেট: ০৪ মে ২০১৬ ০৪:৩০
Share:

বিভিন্ন সরকারি প্রকল্পের সামাজিক ভাতা প্রদানের ক্ষেত্রে সঠিক নিয়ম নীতি মানা হচ্ছে কি না, প্রাপ্যদের তালিকায় থাকা নাম যোগ্য কি না-সহ একাধিক বিষয়ে নমুনা সমীক্ষার কাজ শুরু হচ্ছে জেলায়। আর তা নিয়ে বার্ধক্য, বিধবা ও প্রতিবন্ধীর মতো সামাজিক ভাতা প্রকল্পের নমুনা সমীক্ষার কাজ নিয়ে প্রশিক্ষণ ও কর্মশালা হয়ে গেল বল্লভপুরে।

Advertisement

রাজ্যের পরিসংখ্যান ও কর্মসূচি রুপায়ন দফতরের আওতায় থাকা ফলিত অর্থনীতি ও পরিসংখ্যান সংস্থার উদ্যোগে এবং বিশ্বভারতীর এ কে ডি উন্নয়ন ও পরিকল্পনা কেন্দ্রের সহযোগিতায় বল্লভপুরের আমারকুটিরে এক দিনের ওই কর্মসূচি শুরু হয়েছে মঙ্গলবার দুপুরে। শতাধিক ছাত্রছাত্রী, গবেষক ও গবেষিকা এবং সমীক্ষকেরা হাজির ছিলেন কর্মশালায়।

ছিলেন সংশ্লিষ্ট ফলিত অর্থনীতি ও পরিসংখ্যান দফতরের সহ-অধিকর্তা হেমন্ত সরকার, রাজ্যের অধিকর্তা তাপস দেবনাথ, বর্ধমান ডিভিশনের উপ-অধিকর্তা দেবশ্রী মুখোপাধ্যায়, বিশ্বভারতীর সংশ্লিষ্ট কেন্দ্রের প্রোফেসর চেয়ার অধ্যাপক প্রণবকুমার চট্টোপাধ্যায়, অর্থনীতি বিভাগের অধ্যাপক অপূর্বকুমার চট্টোপাধ্যায়, অধ্যাপক শান্তদেব ঘোষ প্রমুখ। উদ্যোক্তারা জানান, ৮০ জন সমীক্ষক নমুনা সমীক্ষার কাজ করবেন। হেমন্তবাবু বলেন, ‘‘নমুনা সমীক্ষার কাজ চলবে জুলাই থেকে তিনমাস। রাজ্যজুড়ে এই প্রকল্প রূপায়ণে আনুমানিক আড়াই কোটি টাকা ধরা হয়েছে।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন