নাটকের মাধ্যমে প্লাস্টিক দূষণ-সহ নানা বিষয়ে শহরবাসীকে সাবধান করল কচিকাঁচারা। সম্প্রতি রামপুরহাটের রক্তকরবী পুরমঞ্চে ওই নাটকটিতে অভিনয় করল আঠারো জন শিশু। ‘আনন্দ সন্ধ্যা’ নামে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে ওই নাটকটি হয়। আয়োজক স্থানীয় আবৃত্তি পরিষদ। সংস্থার কর্ণধার অপূর্ব মুখোপাধ্যায় রচিত বিভিন্ন স্বাদের নাটিকা মঞ্চস্থ হয়েছে।