কংগ্রেসের লরি শ্রমিক সম্মেলন

লরি শ্রমিক কংগ্রেসের ৩২তম প্রতিষ্ঠা দিবস পালিত হল সাঁইথিয়ায়। সোমবার সকালে এই উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে শহরে একটি মিছিল করা হয়। বেলা ১২টা নাগাদ পুরসভার উৎসব ভবনে কর্মী সম্মেলন হয়। উপস্থিত ছিলেন জেলা ট্রেড ইউনিয়ন কংগ্রেসের সভাপতি মৃণাল বসু, সাধারণ সম্পাদক জহর রায়, ইস্টার্ন রেলওয়ে মেন্স কংগ্রেসের রামপুরহাট শাখার সভাপতি পুলক-সহ আইএনটিইউসির নেতা কর্মীরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

সাঁইথিয়া শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০১৫ ০১:২৪
Share:

লরি শ্রমিক কংগ্রেসের ৩২তম প্রতিষ্ঠা দিবস পালিত হল সাঁইথিয়ায়। সোমবার সকালে এই উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে শহরে একটি মিছিল করা হয়। বেলা ১২টা নাগাদ পুরসভার উৎসব ভবনে কর্মী সম্মেলন হয়। উপস্থিত ছিলেন জেলা ট্রেড ইউনিয়ন কংগ্রেসের সভাপতি মৃণাল বসু, সাধারণ সম্পাদক জহর রায়, ইস্টার্ন রেলওয়ে মেন্স কংগ্রেসের রামপুরহাট শাখার সভাপতি পুলক-সহ আইএনটিইউসির নেতা কর্মীরা। এ দিনের সম্মেলনে কেন্দ্রীয় সরকার প্রস্তাবিত ‘সেফটি বিল ২০১৪’-এর বিরোধিতা করা হয়। উপস্থিত আইএনটিইউসি নেতৃত্ব জানান, এই বিল পাস হলে গাড়ির ধাক্কায় বা দুর্ঘটনায় কেউ মারা গেলে ন্যূনতম এক লক্ষ টাকা জরিমানা এবং চার বছরের সাজা হবে। শিশু মৃত্যুর ক্ষেত্রে জরিমানার পরিমান ৩ লক্ষ টাকা বা তারও বেশি হতে পারে। এ দিনের সম্মেলনে পুলিশি জুলুম বন্ধেরও দাবি ওঠে। সংগঠনের পক্ষ থেকে আসরফ আলি বলেন, বিষয়টি নিয়ে জেলা পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন