কেজিতে কুড়িই, দেখল টাস্কফোর্স

পুরুলিয়ার পাইকারি বাজারে বুধবার আলুর দাম কিছুটা কমলেও এ দিন টাস্কফোর্সের সদস্যরা আচমকা বাজারে পৌঁছে দেখলেন, সেই আগের দামেই খুচরো বাজারে আলু বিক্রি হচ্ছে। এ দিন সকালে পুরুলিয়া বড়হাটে পৌঁছন টাস্কফোর্সের সদস্যরা। তাঁদের মধ্যে ছিলেন পুরুলিয়ার মহকুমাশাসক (সদর) সৌম্যজিৎ দেবনাথ, জেলা পুলিশের দুর্নীতি দমন শাখার ডিএসপি মহম্মদ আজিম, জেলা কৃষি বিপণন দফতরের আধিকারিক।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ অগস্ট ২০১৪ ০১:০৩
Share:

বড়হাটে খোঁজখবরে টাস্কফোর্সের সদস্যেরা। বুধবার।—নিজস্ব চিত্র।

পুরুলিয়ার পাইকারি বাজারে বুধবার আলুর দাম কিছুটা কমলেও এ দিন টাস্কফোর্সের সদস্যরা আচমকা বাজারে পৌঁছে দেখলেন, সেই আগের দামেই খুচরো বাজারে আলু বিক্রি হচ্ছে। এ দিন সকালে পুরুলিয়া বড়হাটে পৌঁছন টাস্কফোর্সের সদস্যরা। তাঁদের মধ্যে ছিলেন পুরুলিয়ার মহকুমাশাসক (সদর) সৌম্যজিৎ দেবনাথ, জেলা পুলিশের দুর্নীতি দমন শাখার ডিএসপি মহম্মদ আজিম, জেলা কৃষি বিপণন দফতরের আধিকারিক।

Advertisement

টাস্কফোর্সের এক সদস্যের কথায়, “শহরের খুচরো বাজারে কী দামে আলু বিক্রি হচ্ছে, তা সরেজমিন দেখতে বেরিয়েছিলাম।” কী দেখলেন তাঁরা? দেখলেন, বড়হাটে ২০ টাকা কেজি দরেই বিক্রি হচ্ছে জ্যোতি আলু। বিক্রেতারা তাঁদের জানিয়েছেন, এর কমে আলু বেচা কোনও ভাবেই সম্ভব নয়। তবে বড়হাট ছাড়া শহরের অন্য বাজারগুলিতে অবশ্য টাস্কফোর্সের সদস্যদের সকালের দিকে দেখা যায়নি। এ দিন শহরের কয়েকটি বাজারে ২২ টাকাতেও আলু বিক্রি হয়েছে। পুরুলিয়া পাইকারি আলু ব্যবসায়ী সমিতির সম্পাদক প্রবীর সেন বলেন, “বুধবার পাইকারি বাজারে আলুর দাম মঙ্গলবারের চেয়ে কম ছিল। আমরা গতকাল ১৬৮০টাকা কুইন্টাল দরে আলু বেচেছিলাম। এ দিন ১৬২০ টাকা দরে খুচরো বিক্রেতাদের আলু দিয়েছি।” তবুও খুচরো বাজারে আগের দিনের দামেই আলু বিক্রি হয়েছে, এমনই ছবি এ দিন প্রত্যক্ষ করেছেন টাস্কফোর্স। টাস্কফোর্সের চেয়ারম্যান অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) সবুজবরণ সরকার বলেন, “বুধবার থেকে সদস্যরা বাজারগুলিতে বেরোতে শুরু করেছেন। নিয়মিত এই নজরদারি চলবে। শুধু শহরের বাজারই নয়, মহকুমা সদর ও ব্লকের বাজারগুলিতেও নজরদারি চালানো হবে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement