দোকানে ঢুকে পড়ল বাস, জখম ৩০ যাত্রী

দ্রুত গতিতে যাওয়ার সময় যাত্রীবাহী একটি বাস একটি গাড়িকে সজোরে ধাক্কা মারে। তার পরেই যাত্রী নিয়ে সেই বাস রাস্তার পাশে একটি কাপড়ের দোকানে ঢুকে পড়ে। দুর্ঘটনায় আহত হলেন বাস ও ওই গাড়ির মোটর ৩০ জন। তাঁদের মধ্যে ১০ জনের আঘাত গুরুতর। শুক্রবার সকাল পৌনে ১১টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে কাঁকরতলা থানার বাবুইজোড় বাসস্ট্যান্ডে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কাঁকরতলা শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০১৫ ০০:৪৮
Share:

দুর্ঘটনার পরে। নিজস্ব চিত্র।

দ্রুত গতিতে যাওয়ার সময় যাত্রীবাহী একটি বাস একটি গাড়িকে সজোরে ধাক্কা মারে। তার পরেই যাত্রী নিয়ে সেই বাস রাস্তার পাশে একটি কাপড়ের দোকানে ঢুকে পড়ে। দুর্ঘটনায় আহত হলেন বাস ও ওই গাড়ির মোটর ৩০ জন। তাঁদের মধ্যে ১০ জনের আঘাত গুরুতর। শুক্রবার সকাল পৌনে ১১টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে কাঁকরতলা থানার বাবুইজোড় বাসস্ট্যান্ডে।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি বাস প্রতিদিনের মতো এ দিন সকলেও সিউড়ি থেকে রওনা হয়ে খয়রাশোলের বাবুইজোড় ঢুকছিল। কিন্তু বাসস্ট্যান্ডে ঢোকার কিছুটা আগেই একটি গাড়িকে ধাক্কা মারে। আরোহী নিয়ে গাড়িটি ছিটকে যায়। ওই গাড়িতে ছিলেন গেরুয়াপাহারী উচ্চবিদ্যালের প্রধান শিক্ষক-সহ সাত শিক্ষক। তাঁরা সবাই আহত হন। কিন্তু ওই গাড়িতে ধাক্কা মেরেও গতি কমেনি বাসটির। প্রচন্ড গতিতে গিয়ে বাবুইজোড় বাসস্ট্যান্ড লাগোয়া একটি কাপড়ে দোকান ভেঙে ঢুকে পড়ে বাসটি। প্রচন্ড ঝাঁকুনিতে আহত হন বাসযাত্রীরা। তাঁদের মধ্যে অনেক মহিলা ছিলেন। ছিল শিশুরাও। অধিকাংশই জয়দেব মেলা দেখে ফিরছিলেন।

খবর পেয়ে পুলিশ ও স্থানীয় বাসিন্দারা বাসযাত্রী ও ওই গাড়ির আহত আরোহীদের উদ্ধার করেন। তাঁদের খয়রাশোলের নাকড়াকোন্দা ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। কয়েকজনকে সেখান থেকেই সিউড়ি সদর হাসপাতালে পাঠানো হয়। বাসটি এমন ভাবে দোকানে ঢুকে ছিল যে আহত চালককে উদ্ধার করতে গ্যাসকাটার ব্যবহার করতে হয়েছে।

Advertisement

খয়রাশোল ব্লক স্বাস্থ্যকেন্দ্র সূত্রের খবর, শিশু, মহিলা-সহ অন্তত ২০ জন আহতকে সেখানে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পরে জনা দশেক আহতকে সিউড়ি সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলে জানিয়েছেন বিএমওএইচ দেবব্রত পাল। স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি ছিলেন এক আহত যাত্রী বন্দনা গড়াই। তাঁর ডান চোখে চোট লেগেছে। আহত হয়েছেন তাঁর তিন শিশু কন্যাও। সিউড়ি হাসপাতালে যাওয়ার পথে তিনি বলেন, “জয়দেব মেলা দেখে বাবুইজোড়ে বাপের বাড়ি ফিরছিলাম। হঠাৎ কী ভাবে যে দুর্ঘটনা ঘটে গেল বুঝতে পারছি না।” ঝাড়খণ্ডের সটকি থেকে বন্ধু শেখ রকিবুলের সঙ্গে বড়রা এসেছিলেন শেখ লাল্টু। ফেরার পথে ওই বাস দুর্ঘনার কবলে পড়েছিলেন তিনি। মাথায় তাঁর মারাত্মক চোট লেগেছে। রকিবুলের কথায়, “ঠিক কী হয়েছিল জানি না। হয়তো ব্রেক ফেল হয়ে এমনটা ঘটল।”

গেরুয়া পাহাড়ি লাবণ্যময়ী উচ্চবিদ্যালয়ের জখম প্রধান শিক্ষক সদানন্দ মণ্ডল বলেন, “আমরা স্কুল যাওয়ার সময় পিছন থেকে বাসটি সজোরে আমাদের গাড়িতে ধাক্কা মারে। আমাদের গাড়িটা ছিটকে গিয়ে উল্টে গেল। আমাদের অনেকেই জ্ঞান হারাই।” দুর্ঘটনাগ্রস্থ বাসটি আটক করে তদন্ত শুরু করেছে পুলিশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন