দুর্ঘটনায় মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ

সোনামুখীর হামিরহাটিতে বাস দুর্ঘটনায় মৃতদের পরিবারকে রাজ্য সরকার ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেবে। রবিবার রাজ্যের মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বলেন, “মুখ্যমন্ত্রী ফোনে আমাকে বলেছেন, হামিরহাটিতে বাসদুর্ঘটনায় মৃত সাত জনের পরিবারকে ২ লক্ষ টাকা করে সাহায্য করা হবে।”

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বাঁকুড়া শেষ আপডেট: ১৪ জুলাই ২০১৪ ০১:০৫
Share:

সোনামুখীর হামিরহাটিতে বাস দুর্ঘটনায় মৃতদের পরিবারকে রাজ্য সরকার ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেবে। রবিবার রাজ্যের মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বলেন, “মুখ্যমন্ত্রী ফোনে আমাকে বলেছেন, হামিরহাটিতে বাসদুর্ঘটনায় মৃত সাত জনের পরিবারকে ২ লক্ষ টাকা করে সাহায্য করা হবে।”

Advertisement

সোনামুখী থেকে আসানসোল যাওয়ার পথে শনিবার সকালে হামিরহাটিতে দুর্ঘটনায় পড়ে ওই বাসটি। উল্টোদিক থেকে তীব্র গতিতে আসা একটি পিক-আপ ভ্যান বাসটিতে ধাক্কা মারে। পুলিশ জানিয়েছে, ওই ঘটনায় মৃতেরা হলেন, বাসের চালক, সোনামুখীর জশড়ার বাসিন্দা রাজু রায় (৪০), সোনামুখীর মনোহরতলার তান অধিকারি (২৪), সোনামুখীর লোহারপাড়া তোতন দাস (২৭), সোনামুখীর বাবুপাড়ার বন্দনা বাগদি (৩৪) ও তাঁর মেয়ে রাশি(২), বর্ধমানের পানাগড়ের উত্তম গরাই (৪০) এবং গলসির মানিকবাজারের কার্তিক মাঝি। দুর্ঘটনার পরেই পিক-আপ ভ্যানটির চালক পালিয়ে যান।

একটি মাঝারি পিক-আপ ভ্যানের ধাক্কায় বাসের চালক এবং এত জন যাত্রীর মৃত্যু কী করে হল, তা নিয়ে প্রশ্ন উঠছে। বাসের যাত্রী ও স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, বাসটি কয়েক দশকের পুরনো হওয়ায় সেটির হাল যথেষ্টই খারাপ। তার জেরেই সংঘর্ষের বেগ সহ্য করতে না পেরে যাত্রীদের প্রাণ গিয়েছে। এ দিন মন্ত্রী বলেন, “সোনামুখী থানাকে মৃতদের তালিকা প্রকাশ করে ডেথ সার্টিফিকেট দিতে বলেছি।” মৃতদের ক্ষতিপূরণের ঘোষণা হলেও আহতদের চিকিৎসার বিষয়ে কোনও সাহায্য করা হবে কি না, তা স্পষ্ট করে বলতে পারেননি শ্যামাপ্রসাদবাবু। তিনি বলেন, “এ বিষয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করব।”

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন