জল থইথই। দাসপাড়ায় সোমবার। —নিজস্ব চিত্র।
কে বলবে গ্রীষ্মকাল! সোমবার অন্তত মানবাজারের দাসপাড়া এলাকা দেখে তা বোঝার উপায় নেই। পাইপ ফেটে যাওয়ায় সাতসকালে দাসপাড়া এলাকা জলমগ্ন হয়েছে। মহিলারা গোড়ালি ডোবানো জলে দাঁড়িয়ে রাস্তার কলে জল নিচ্ছেন। পাইপ ফেটে যাওয়ায় মানবাজার শহর এলাকার সর্বত্র জলের চাপ কম ছিল। ফলে প্রয়োজন মতো জল না পাওয়ায় ঝগড়াঝাটিও হল।
এ দিন সকালে গিয়ে দেখা গেল, মানবাজার-পুরুলিয়া রাস্তায় চৌমাথায় পাইপ ফেটে গিয়ে জল গড়াচ্ছে দাসপাড়া এলাকায়। স্থানীয় দোকানদার ভাগবত দত্ত, বলরাম মাহিন্দার বলেন, “গ্রীষ্মকালে জলের টান রয়েছে। তার উপর পাইপ ফেটে গিয়ে এই বিপত্তি।” জল সরবরাহ ব্যবস্থার দায়িত্বে থাকা অস্থায়ী কর্মী চণ্ডীদাস পুরোহিত বলেন, “কয়েকদিন ধরে একটি বেসরকারি টেলিকম সংস্থার কর্মীরা মাটির নীচে তারের কাজ করছিল। ওই কাজ করতে গিয়ে পাইপ ফেটে এই কাণ্ড। রবিবার এই এলাকার বাসিন্দারা ঘোলাজল বেরোচ্ছে বলে অভিযোগ জানিয়েছিলেন। সোমবার পুরো পাইপ ফেটে গিয়েছে। পুরুলিয়ায় দফতরের আধিকারিককে জানিয়েছি।” পুরুলিয়ায় জল সরবরাহের দায়িত্বে থাকা (গ্রামীণ) সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়র মিলন ভট্টাচার্য বলেন, “সমস্যার কথা শুনেছি। একটি বেসরকারি টেলিফোন সংস্থার কর্মীরা মাটি খুঁড়তে গিয়ে এই বিপত্তি বাধিয়েছেন। যত দ্রুত সম্ভব ওই এলাকার পাইপ মেরামত করা হবে।”