পাড়ুইয়ে বোমাবাজি, আহত বিজেপি কর্মী

ফের চৌমণ্ডলপুর লাগোয়া বেলপাতা গ্রামে তৃণমূল এবং বিজেপির মধ্যে বোমাবাজির জেরে উত্তেজনা ছড়াল মঙ্গলবার। অভিযোগ, তৃণমূলের ছোঁড়া বোমায় জখম হয়েছেন বাবর আলি নামে এক বিজেপি সমর্থক। তাঁকে এ দিন সন্ধ্যায় সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। হাসপাতাল সূত্রের খবর, তাঁর অবস্থা স্থিতিশীল। এই ঘটনার পর, এলাকায় উত্তেজনা থাকায় টহলদারি বাড়িয়েছে জেলা পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকাল থেকে পাড়ুই থানার ওই এলাকায় উত্তেজনা ছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

পাড়ুই শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০১৫ ০০:৪৫
Share:

ফের চৌমণ্ডলপুর লাগোয়া বেলপাতা গ্রামে তৃণমূল এবং বিজেপির মধ্যে বোমাবাজির জেরে উত্তেজনা ছড়াল মঙ্গলবার। অভিযোগ, তৃণমূলের ছোঁড়া বোমায় জখম হয়েছেন বাবর আলি নামে এক বিজেপি সমর্থক। তাঁকে এ দিন সন্ধ্যায় সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। হাসপাতাল সূত্রের খবর, তাঁর অবস্থা স্থিতিশীল। এই ঘটনার পর, এলাকায় উত্তেজনা থাকায় টহলদারি বাড়িয়েছে জেলা পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকাল থেকে পাড়ুই থানার ওই এলাকায় উত্তেজনা ছিল। উভয় পক্ষের মধ্যে বোমাবাজি চলে।

Advertisement

বাসিন্দাদের একাংশের অভিযোগ, পুলিশ বেছে বেছে বিজেপি নেতা-কর্মীর বাড়িতে তল্লাশি অভিযান চালাচ্ছে। এবং অপরাধী ধরার আছিলায় তাণ্ডবও চালিয়েছে গ্রামে। স্থানীয় বাসিন্দারা জানান, এ দিন সকাল থেকে দফায় দফায় পুলিশ গ্রামে ঢুকে উত্তরপাড়া থেকে দক্ষিণ পাড়া, মসজিদপাড়া এলাকায় একাধিক বাসিন্দাদের ঘরে তল্লাশি অভিযান চালায়।

বিজেপির সমর্থকদের অভিযোগ, পুলিশ তাঁদের বাড়ির আসবাব ভাঙচুর চালায়। বীরভূমের পুলিশ সুপার অলোক রাজোরিয়া বলেন, “বেলপাতা গ্রামে একটি সংঘর্ষের ঘটনা ঘটেছে। তাতে বাবর আলি নামে এক জনের হাতের নীচে চোট লেগেছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে। তবে গ্রামে পুলিশের বিরুদ্ধে যে তাণ্ডবের অভিযোগ উঠেছে তা সঠিক নয়।” অন্য দিকে পাড়ুই থানার অমরপুর গ্রামের বাসিন্দা, চাঁদ ডোম নামে এক ব্যক্তি পাড়ুই থানায় ঢুকতে গেলে তাঁকে বাধা দেন এনভিএফ কর্মী শেখ নাসিরুদ্দিন। চাঁদ একটি স্ক্রু ড্রাইভার নিয়ে ওই সুরক্ষা কর্মীর উপর চড়াও হন। রাতে নাসিরুদ্দিনকে অবিনাশপুর হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেন চিকিৎসকেরা। এ দিকে চাঁদের পরিবারের দাবি, ‘‘সে মানসিক ভারসাম্যহীন।”

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন