পথ দুর্ঘটনা, ধুন্ধুমার বোলপুরে

বেসরকারি যাত্রিবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে অজ্ঞাতপরিচয় এক যুবকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল বোলপুর শহরে। মঙ্গলবার দুপুরে জামবুনি বাসস্ট্যান্ড লাগোয়া ওই ঘটনায় ক্ষিপ্ত জনতা বাসটিতে ব্যাপক ভাঙচুর চালান। বেপরোয়া যান চলাচল নিয়ন্ত্রণের দাবিতে বোলপুরের লজ মোড় থেকে বাসস্ট্যান্ড যাওয়ার রাস্তা প্রভাত সরণিতে মুখ্য রাস্তার উপর টায়ার জ্বালিয়ে ঘণ্টা খানেক ধরে তাঁরা পথ অবরোধও করেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বোলপুর শেষ আপডেট: ১৯ মার্চ ২০১৪ ০০:১৯
Share:

জামবুনি বাসস্ট্যান্ড এলাকায় অবরোধ। —নিজস্ব চিত্র।

বেসরকারি যাত্রিবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে অজ্ঞাতপরিচয় এক যুবকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল বোলপুর শহরে। মঙ্গলবার দুপুরে জামবুনি বাসস্ট্যান্ড লাগোয়া ওই ঘটনায় ক্ষিপ্ত জনতা বাসটিতে ব্যাপক ভাঙচুর চালান। বেপরোয়া যান চলাচল নিয়ন্ত্রণের দাবিতে বোলপুরের লজ মোড় থেকে বাসস্ট্যান্ড যাওয়ার রাস্তা প্রভাত সরণিতে মুখ্য রাস্তার উপর টায়ার জ্বালিয়ে ঘণ্টা খানেক ধরে তাঁরা পথ অবরোধও করেন। পরে পুলিশের মধ্যস্থতায় বিকেল চারটে নাগাদ রাস্তার যান চলাচল স্বাভাবিক হয়।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, এ দিন দুপুর সওয়া দুটো নাগাদ প্রভাত সরণিতে বিএসএনএল-এর এসডিওটি দফতরের সামনে বেসরকারি বাসটি এক সাইকেল আরোহীকে পিষে দিয়ে চলে যায়। খবর ছড়াতেই স্থানীয় বাসিন্দাদের একটা অংশ জড়ো হন। ঘটনাস্থলে পুলিশ আসার আগেই উত্তেজিত জনতা ঘটনার প্রতিবাদে লাগোয়া বাসস্ট্যান্ডে গিয়ে ওই বাসে ভাঙচুর চালান। মৃতদেহ আটকে রেখে টায়ার পুড়িয়ে পথ অবরোধেও নামেন। পরিস্থিতি নাগালের বাইরে যেতে দেখে এসডিপিও (বোলপুর) সূর্যপ্রতাপ যাদবের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসে। চলে আসে দমকলের একটি ইঞ্জিনও। পুলিশের কাছ থেকে আশ্বাস পেয়ে ঘণ্টা দু’য়েক পরে বাসিন্দারা অবরোধ তুলে নেন। পরে এসডিপিও বলেন, “এখন পরিস্থিতি স্বাভাবিক। স্থানীয়রা তাঁদের ক্ষোভের কথা জানিয়েছেন। সুনির্দিষ্ট অভিযোগ পেলে সংশ্লিষ্ট সব মহলের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন