প্রতিবন্ধীদের মেগা শনাক্তকরণ শিবির অনুষ্ঠিত হল রামপুরহাট জেলা হাসপাতালে। বীরভূম জেলা প্রশাসন, সুসংহত শিশু বিকাশ প্রকল্প এবং জেলা স্বাস্থ্য দফতরের উদ্যোগে এই শিবিরে শনিবার সকাল থেকে রামপুরহাট ১ ব্লকের ৯টি ব্লক-সহ রামপুরহাট পুরসভা এলাকার মানসিক ও শারীরিক দিক থেকে অক্ষম ব্যক্তিরা এই শিবিরে ভিড় করেন। রামপুরহাট জেলা হাসপাতালের বর্হিবিভাগে অনুষ্ঠিত এই শিবিরে হাসপাতালের বিভিন্ন বিভাগের চিকিৎসকেরাও উপস্থিত ছিলেন।