মাছ চাষের কর্মশালা

পুরুলিয়ায় মাছ চাষের সম্ভবনা সম্পর্কে আলোচনাসভা ও কর্মশালা হয়ে গেল কাশীপুরের মাইকেল মধুসূদন কলেজে। সম্প্রতি এই অনুষ্ঠানের আয়োজন করে কলেজের প্রাণিবিদ্যা বিভাগ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০১৫ ০১:৪২
Share:

পুরুলিয়ায় মাছ চাষের সম্ভবনা সম্পর্কে আলোচনাসভা ও কর্মশালা হয়ে গেল কাশীপুরের মাইকেল মধুসূদন কলেজে। সম্প্রতি এই অনুষ্ঠানের আয়োজন করে কলেজের প্রাণিবিদ্যা বিভাগ। উপস্থিত ছিলেন সিধো-কানহো-বীরসা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের দুই শিক্ষক বিপ্লব মোদক ও কৌশিক মণ্ডল, পুরুলিয়া ২ ব্লক ও কাশীপুরের মৎস্য দফতরের দুই আধিকারিক এবং কাশীপুর পঞ্চায়েত সমিতির সভাপতি সৌমেন বেলথরিয়া। উদ্যোক্তাদের তরফে মধুসূদন কলেজের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষক পার্থসারথি মেহেতা জানান, পুরুলিয়া জেলায় মাছ চাষের সম্ভবনা থাকলেও বিজ্ঞানসম্মত উপায়ে চাষ না হওয়াতে এই ক্ষেত্রটির উন্নয়ন ব্যাহত হচ্ছে। ফলে, জেলায় জলাভূমির তুলনায় কম সংখ্যক মাছ উৎপাদন হয় পুরুলিয়ায়। এ দিন আলোচনাসভায় বক্তারা কী ধরনের বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করে মাছচাষ করলে বেশি পরিমাণ উৎপাদন হবে, সেগুলি নিয়ে বিশদে আলোচনা করেছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement