মেজিয়ায় শিশু চুরি

আদর করার নাম করে ব্লক স্বাস্থ্যকেন্দ্রের মধ্যে এক বছরের এক শিশুকে চুরি করার অভিযোগ উঠল মেজিয়ায়। পুলিশ জানিয়েছে, এক বছরের ওই শিশুর নাম রাজেন বাউরি। তার মামার বাড়ি মেজিয়া থানার মচড়াকেন্দ্র গ্রামে। এ দিন রাজেনকে নিয়ে তার মা ঝুমা বাউরি ও দাদু শ্রীরাম বাউরি মেজিয়া ব্লক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা করাতে গিয়েছিলেন। শ্রীরামবাবুর কোলে ছেলেকে রেখে ডাক্তারের কাছে যান ঝুমা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০১৬ ০০:৪২
Share:

আদর করার নাম করে ব্লক স্বাস্থ্যকেন্দ্রের মধ্যে এক বছরের এক শিশুকে চুরি করার অভিযোগ উঠল মেজিয়ায়। পুলিশ জানিয়েছে, এক বছরের ওই শিশুর নাম রাজেন বাউরি। তার মামার বাড়ি মেজিয়া থানার মচড়াকেন্দ্র গ্রামে। এ দিন রাজেনকে নিয়ে তার মা ঝুমা বাউরি ও দাদু শ্রীরাম বাউরি মেজিয়া ব্লক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা করাতে গিয়েছিলেন। শ্রীরামবাবুর কোলে ছেলেকে রেখে ডাক্তারের কাছে যান ঝুমা। শ্রীরামবাবুর অভিযোগ, “স্বাস্থ্যকেন্দ্র চত্বরে নাতিকে নিয়ে দাঁড়িয়েছিলাম। মুখে মাফলার বাঁধা একটি লোক অনেকক্ষণ আমার পাশে দাঁড়িয়েছিল। আমার সঙ্গে ভাব জমিয়ে নাতিকে সে আদর করতে কোলে নেয়। এ দিক-ও দিক ঘুরতে কখন নাতিকে নিয়ে সরে পড়ে বুঝতে পারিনি।’’ সন্ধ্যায় মেজিয়া থানায় অভিযোগ দায়ের করেন তিনি। এ দিকে চিকিৎসা করিয়ে বাইরে এসে ছেলে হারিয়ে যাওয়ার খবর পেয়ে মূর্ছা যান ঝুমা। বেগতিক দেখে তাঁকে মেজিয়া ব্লক স্বাস্থ্যকেন্দ্রেই ভর্তি করে প্রাথমিক চিকিৎসা করানো হয়। পরে ছেড়ে দেওয়া হয়। খবর পেয়েই মেজিয়ায় ছুটে আসেন রাজেনের বাবা রাজু বাউরিও। শোকে কাতর রাজুবাবু বলেন, “রাজেন আমার ছোট ছেলে। দিন মজুরি করে কোনও মতে সংসার চালাই। আমাদের ছেলেকে কী উদ্দেশ্যে, কারা চুরি করেছে ভেবে পারছি না।’’ রাজেনের খোঁজে পুলিশ বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করেছে বলে জানিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement