মানুষের ছোঁয়া, ফেরাল হাতিরা

অ্যান্টিবায়োটিক ওষুধ ও ইঞ্জিকশনে চিকিৎসায় সাড়া মিলল। ফিডিং বোতলের দুধও খেল শিশু হাতিটি। বৃহস্পতিবার সারা দিনের চেষ্টায় চাঙ্গাও হয়ে উঠল সে। কিন্তু মানুষের হাতের ছোঁয়া পাওয়া এক বছরের হস্তিশাবককে ফিরিয়ে শেষ পর্যন্ত ফিরিয়ে নিল না তার দল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০১৬ ০১:৫৪
Share:

অ্যান্টিবায়োটিক ওষুধ ও ইঞ্জিকশনে চিকিৎসায় সাড়া মিলল। ফিডিং বোতলের দুধও খেল শিশু হাতিটি। বৃহস্পতিবার সারা দিনের চেষ্টায় চাঙ্গাও হয়ে উঠল সে। কিন্তু মানুষের হাতের ছোঁয়া পাওয়া এক বছরের হস্তিশাবককে ফিরিয়ে শেষ পর্যন্ত ফিরিয়ে নিল না তার দল।

Advertisement

বড়জোড়ার জঙ্গল লাগোয়া কালাপানি গ্রামের জুনিয়র হাইস্কুল সংলগ্ন মাঠে অসুস্থ অবস্থায় বাচ্চাটিকে ফেলে গিয়েছিল ২৫টি হাতির একটি দল। গ্রামবাসীর কাছে খবর পেয়ে সে দিন সকালেই পশু চিকিৎসক নিয়ে ঘটনাস্থলে যান বনকর্মীরা। দিনভর তার চিকিৎসা চলে। বড়জোড়ার রেঞ্জ অফিসার মোহন শীট বলেন, ‘‘হাতিটি নিউমোনিয়ায় অসুস্থ বয়ে পড়েছিল। তার গলা ও ফুসফুসে সংক্রমণ হয়েছিল। চিকিৎসকের দেওয়া অ্যান্টিবায়োটিক ওষুধ ও ইঞ্জেকশনে সে বিকেলের মধ্যেই অনেকটা সুস্থ হয়ে ওঠে। ফিডিং বোতলে দুধ খাওয়ানো হয়।

বৃহস্পতিবার রাতেই চাঙ্গা হয়ে উঠার পরে শিশু হাতিটিকে তার দলে ফেরানোর চেষ্টা করা হয়। কিন্তু বাচ্চাটির কাছ ঘেঁসতে চায়নি ২৫টি হাতির ওই দল। ফলে বেশ চিন্তায় পড়েছি আমরা।’’ শুক্রবার বড়জোড়া রেঞ্জ অফিস লাগোয়া ফাঁকা জায়গায় শিশু হাতিটিকে রাখা হয়েছে।

Advertisement

এ দিন সেখানেই বনকর্মীদের নজরে ছিল হাতিটি। বনকর্মীরা তাকে দুধ, কলা, ভাতও খাওয়ান। তাকে দেখতে ভিড় জমাচ্ছেন এলাকার প্রবীণ থেকে ছোটরাও। রেঞ্জ অফিসার বলেন, ‘‘এই ভিড় সামাল দেওয়াই এখন কঠিন হয়ে দাঁড়াচ্ছে।’’ বস্তুত মানুষের হাতের ছোঁয়া পেলে হস্তিশাবকদের দলে সাধারণত ফেরানো যায় না। বছর কয়েক আগে জয়পুরের দ্বারকেশ্বর নদে ভেসে যাওয়া এক হস্তিশাবককে নিয়ে একই রকম সমস্যায় পড়েছিলেন বন কর্মীরা। সেটিকে উদ্ধারের পর দলে ভেড়ানোর চেষ্টা হলেও মানুষের হাতের ছোঁয়া পাওয়ায় দল তাকে ফিরিয়ে নেয়নি।

পরে সেই হাতিটিকে উত্তরবঙ্গের পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হয়। ডিএফও (বাঁকুড়া উত্তর) পিনাকী মিত্র বলেন, ‘‘হাতিটিকে কোথায় রাখা হবে এই নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। বিষয়টি আলোচনাস্তরে রয়েছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement