বাংলা স্নাতক স্তরের পার্ট ৩-এর মার্কশিট মিলেছে, অথচ দেড় বছর ধরে পার্ট ২-এর মার্কশিট মেলেনি—এমনই অভিযোগ জানালেন দুর্গাপুর মহিলা কলেজের ছাত্রী সুপ্রিয়া পাল। তাঁর অভিযোগ, মার্কশিট না পাওয়ায় স্নাতকোত্তরে কোথাও ভর্তি হতে পারছেন না তিনি। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রার-সহ বিভিন্ন স্তরে ই-মেল করার পরেও প্রতিকার মেলেনি বলে তাঁর দাবি।ওই চিঠিতে সুপ্রিয়া লিখেছেন, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পক্ষে এটা খুবই লজ্জার যে, পার্ট ৩-এর মার্কশিট হাতে পেলেও দেড় বছর আগেকার পার্ট ২ পরীক্ষার মার্কশিট পাওয়া যায়নি। এতে বিশ্ববিদ্যালয়ের কাজের দায়িত্ববোধ ও মানসিকতা নিয়েই প্রশ্ন উঠে যাচ্ছে বলে তাঁর অভিযোগ। ওই ছাত্রীর অভিযোগ, ওই মার্কশিট পাওয়ার জন্য তিনি অন্তত পঞ্চাশবার ফোন করেছেন, বেশ কয়েকবার ই-মেল করেছে, কিন্তু বিশ্ববিদ্যালয়ের কোনও বিভাগই সদুত্তর না দিয়ে অন্য বিভাগের ঘাড়ে দোষ চাপিয়েছে। ফলে বিভিন্ন বিভাগে ঘুরেও মার্কশিট কী ভাবে পাবেন, তার সদুত্তর পাননি তিনি। সুপ্রিয়ার দাবি, অন্য কোথাও স্নাতক স্তরে বাংলা নিয়ে ভর্তি হতে না পারলেও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের দূর শিক্ষায় ভর্তির এখনও সম্ভাবনা রয়েছে। তবে এ মাসের মধ্যে মার্কশিট না পেলে সেই সম্ভাবনাও নষ্ট হয়ে যাবে বলে তাঁর দাবি। দুর্গাপুর মহিলা কলেজ কর্তৃপক্ষেরও দাবি, বর্ধমান বিশ্ববিদ্যালয়ে এ ধরণের ঘটনা আগেও ঘটেছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্মৃতিকুমার সরকার অবশ্য বলেন, “ওই ছাত্রীর ই-মেল আমি শুক্রবার বিকালে দেখেছি। ওই ছাত্রী যাতে মার্কশিট পান, তার সব ব্যবস্থা করা হবে।’’ ওই ছাত্রী কেন এত দিন মার্কশিট পান নি, তা খতিয়ে দেখা হবে বলেও তাঁর আশ্বাস।