মহরমের চাহারাম

মহরম উপলক্ষে সাঁইথিয়া ৪ নম্বর ওয়ার্ডের বড়মসজিদ পাড়া মহরম কমিটির উদ্যোগে আজ সন্ধে থেকে সিনেমা হল সংলগ্ন কানাইলাল ঝুনঝুনওয়ালা শিশু শিক্ষানিকেতনের মাঠে আয়োজন করা হয়েছে হাসান-হোসেনের স্মৃতির উদ্দেশে প্রার্থনা সভা ‘ইসালে সাবাব’ বা চাহারামের।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০১৫ ০২:১২
Share:

মহরম উপলক্ষে সাঁইথিয়া ৪ নম্বর ওয়ার্ডের বড়মসজিদ পাড়া মহরম কমিটির উদ্যোগে আজ সন্ধে থেকে সিনেমা হল সংলগ্ন কানাইলাল ঝুনঝুনওয়ালা শিশু শিক্ষানিকেতনের মাঠে আয়োজন করা হয়েছে হাসান-হোসেনের স্মৃতির উদ্দেশে প্রার্থনা সভা ‘ইসালে সাবাব’ বা চাহারামের। উদ্যোক্তাদের পক্ষ থেকে আনোয়ার সেখ, ধুলু সেখ, সেখ সিরাফত আলিরা জানান ‘‘পাড়ার সকলের সহযোগীতায় আমরা এই কাজ করতে সক্ষম হয়েছি। পাড়ার বাসিন্দারা চাল, ডাল ছাড়াও নগদ টাকা চাঁদা দিয়ে আমাদের পাশে দাঁড়িয়েছে। প্রায় ২০০০ লোকের খাবারের ব্যবস্থা করা হয়েছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement